সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিস ইউনিভার্সের সহ-স্বত্বাধিকারীর বিরুদ্ধে থাই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিনিধি: / ২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বিদেশ : থাইল্যান্ডের একটি আদালত মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতার সহ-স্বত্বাধিকারী ও গণমাধ্যম শিল্পের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলারের প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গতকাল বুধবার আদালতের এক কর্মকর্তা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন। ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। উপস্থাপকের ক্ষোভ ও যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির মধ্য দিয়ে গত সপ্তাহে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা সমাপ্ত হয়। মিস মেঙ্েিকাকে বিজয়ী ঘোষণা করার পরই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন গ্লোবাল গ্রুপ মিস ইউনিভার্স প্রতিযোগিতার স্বত্বাধিকারী অ্যান জাকাপং জাকরাজুতাতিপ। ফলাফল ঘোষণার পর থেকেই নানা মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে ও প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন, বিচার প্রক্রিয়া পক্ষপাতমূলক ছিল এবং এর দায়ভার জাকাপং জাকরাজুতাতিপের ওপরই বর্তায়। এ প্রেক্ষিতে দক্ষিণ ব্যাংকক দেওয়ানি আদালত মঙ্গলবার অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এক প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন যে, ২০২৩ সালে জিকেএন-এ বিনিয়োগ করাতে রাজি করানোর সময় তিনি প্রতারণা ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। ওই চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতেই আদালত এই পরোয়ানা জারি করে। তবে বিষয়টি নিয়ে জাকাপং ও জিকেএন কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২৩ সালে জেকেএন-এ বিনিয়োগের জন্য একজন প্লাস্টিক সার্জন জাকাপংকে প্রতারণা ও তথ্য গোপন করার জন্য অভিযুক্ত করার পর মঙ্গলবার দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট জাকাপংয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। গতকাল বুধবার এএফপিকে শেয়ার করা এক আদালতের বিবৃতিতে বলা হয়েছে, বিবাদী জানতেন যে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা তার নেই, তবুও তিনি বাদীকে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।’ আদালতের এই মন্তব্য অভিযোগের গুরুত্বকে আরো স্পষ্ট করে তোলে ও মামলার অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে। ৩০ মিলিয়ন বাট অর্থাৎ প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার জালিয়াতির এই মামলার রায় দেওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে অ্যান জাকাপং জাকরাজুতাতিপ আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, তার এই আচরণকে পলায়নের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। ২৬ ডিসেম্বর আদালত রায় পুনর্র্নিধারণ করেছে। তবে কিছু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আর্থিক সংকটের গুজবের মধ্যে জাকাপং মেঙ্েিকা চলে গেছেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এই বছরের শুরুতে এক বিবৃতিতে বলেছে, ‘এই আইনি প্রক্রিয়াগুলো তাদের কার্যক্রম থেকে সম্পূর্ণ আলাদা।’ পুরুষ প্রতিযোগিতার উপস্থাপক ও বিজয়ী মিস মেঙ্েিকা, ফাতিমা বোশের মধ্যে জনসমক্ষে দ্বন্দ্বের কারণে নাটকীয়তার পর শুক্রবার ব্যাংককে মিস ইউনিভার্স ২০২৫ সমাপ্ত হয়। মিস মেঙ্েিকাকে বিজয়ী ঘোষণার পর থেকেই প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে ও সামাজিক মাধ্যমে জাকাপংকে কেন্দ্র করে সমালোচনা বাড়তে থাকে। এক লাইভস্ট্রিম অনুষ্ঠানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অনুষ্ঠানের সঞ্চালক প্রতিযোগী মেলিসা বশ কে প্রচারণামূলক কনটেন্ট না দেওয়ার অভিযোগে আলাদা করে অভিযুক্ত করেন ও তাকে ‘বোকা’ বলে অভিহিত করেন। প্রতিযোগী মেলিসা বশ প্রতিবাদস্বরূপ স্টেজ থেকে বেরিয়ে যান ও অন্য প্রতিযোগীরাও তাকে অনুসরণ করে ওয়াক-আউট করেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনে সঞ্চালক কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চান। কিন্তু ততক্ষণে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। সঞ্চালোকের আচরণ মেঙ্েিকার প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের নজরে আসে। শেইনবাউম এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অপমানজনক আচরণের বিরুদ্ধে কথা বলায় নিজের দেশের প্রতিযোগী যে সাহস দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। এদিকে উল্লেখযোগ্য যে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকানা একসময় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাকাপং-এর জেকেএন গ্লোবাল গ্রুপ ২০২২ সালে এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে মেঙ্কিান ফার্ম লিগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ-এর কাছে ১৬ মিলিয়ন ডলারে অর্ধেক শেয়ার বিক্রি করে দেয়। কোম্পানিটি আর্থিক বিবৃতি জমা দিতে ব্যর্থ হলে এবং সেগুলো জাল প্রমাণিত হলে ২০২৪ সালে থাইল্যান্ডের স্টক এঙ্চেঞ্জ জেকেএন-এর শেয়ার তালিকা থেকে বাদ দেয়।


এই বিভাগের আরো খবর