সর্বশেষ :
পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক- ১ মোরেলগঞ্জে আওয়ামী লীগের এমপি ও মেয়রসহ ৯৭ নেতাকর্মীর নামে মামলা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন ফকিরহাটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা গুমের দুই মামলা: ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে গুমের ২ মামলা: শেখ হাসিনার পক্ষে পান্নাকে আইনজীবী নিয়োগ বিদেশি সম্পদের বিবরণও জমা বাধ্যতামূলক, জানালেন দুদক চেয়ারম্যান সেনাপ্রধান নির্বাচনে ইসিকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিলেন
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্পেনে কয়লাখনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিদেশ : স্পেনের উত্তরে ঐতিহাসিক খনি অঞ্চল আস্তুরিয়াসে কয়লা খনি দুর্ঘটনায় গতকাল শনিবার আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ওই অঞ্চলে সামপ্রতিক সময়ে ঘটে যাওয়া সর্বশেষ দুর্ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র। আস্তুরিয়াসের জরুরি পরিষেবাগুলো বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার বিকেলে ভেগা দে রেনগোসে খনির দ্বিতীয় স্তরে ‘ভূমিধসের’ বিষয়ে সতর্ক করা হয়েছিল। এরপর তারা এঙ্-এ প্লাটফর্মে দেওয়া পোস্টে জানায়, দুর্ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত শুক্রবার মধ্যরাতের পর আরেকটি বিবৃতিতে দ্বিতীয় মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়। আরও বলা হয়, ভূমিধসের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্থ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এঙ্-এ লিখেছেন, আজ আস্তুরিয়াস এবং সমগ্র দেশের জন্য শোকের দিন। তিনি নিহত খনি শ্রমিকদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। আস্তুরিয়াসের প্রাদেশিক সরকারের তথ্য অনুসারে, টিওয়াইসি নার্সিয়া স্পেশাল রিসার্চ নামের প্রতিষ্ঠান এই খনি থেকে কয়লা উত্তোলনের কাজ করছে। পাশ্ববর্তী কাঙ্গাস দেল নার্সিয়া শহরের মেয়র হোসে লুইস ফন্টানিয়েলা এটিকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় রেডিও কোপ আস্তুরিয়াসকে তিনি জানান, পরিদর্শকরা সমপ্রতি খনিটি পরীক্ষা করেছিলেন। তখন ‘সবকিছু ঠিকঠাক ছিল’। গত মার্চে আস্তুরিয়াসের আরেকটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। এটি ছিল কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনা। ঘন বনভূমি সমৃদ্ধ পাহাড়ি অঞ্চল আস্তুরিয়াসে শতাব্দী ধরে খনির কাজ প্রধান শিল্প হিসেবে পরিচিত।


এই বিভাগের আরো খবর