সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওবামার নির্বাচনে বিদেশি অর্থ নেওয়ায় গায়কের ১৪ বছর কারাদণ্ড

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিদেশ : মার্কিন হিপ-হপ ব্যান্ড দ্য ফিউজিসের সদস্য প্রাকাজরেল প্রাস মিশেলকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জেলা আদালত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্র্নিবাচন প্রচারণায় অবৈধভাবে কোটি কোটি ডলার বিদেশি অর্থ প্রবাহিত করার অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়। ওয়াশিংটন ডিসির আদালতে বিচারক কোলিন কোলার-কটেলি রায় ঘোষণা করেন। রায় শোনানোর আগে মিশেল আদালতে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। মামলার শুনানিতে সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও হলিউড অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিওসহ একাধিক সাক্ষী জবানবন্দি দেন। ২০২৩ সালের এপ্রিল মাসে ষড়যন্ত্র, বিদেশি সরকারের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করা এবং অন্যান্য অপরাধসহ মোট ১০টি অভিযোগে মিশেলকে দোষী সাব্যস্ত করে জুরি বোর্ড। অনুসন্ধানে জানা গেছে পলাতক মালয়েশীয় ধনবুবের লো টেক জো (ঝো লো) মিশেলকে ১২ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিলেন। এ অর্থের একটি অংশ তিনি ভুয়া দাতাদের মাধ্যমে ওবামার প্রচারণায় পাঠান। ঝো লো মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত। ওই ঘটনায় বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনা বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতারণার মধ্যে একটি হিসেবে বিবেচিত। এ ঘটনায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব দণ্ডিত হয়েছেন। মার্কিন বিচার বিভাগ আদালতে জমা দেওয়া নথিতে জানিয়েছে, ৫২ বছর বয়সী গ্র্যামি-জয়ী এই র‌্যাপার নির্লজ্জভাবে বারবার মিথ্যা বলেছিলেন। বিদেশি অর্থ যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রবেশ করানোর পুরো কর্মকৌশল পরিচালনা করেছেন। যুক্তরাষ্ট্রে বিদেশিদের নির্বাচন প্রচারণায় অর্থ দেওয়া এবং অন্য কাউকে দিয়ে অর্থ দিতে বাধ্য করা উভয়ই অবৈধ। রাষ্ট্র পক্ষের আইনজীবীরা বলেছেন, প্রাকাজরেল মিশেল অর্থের জন্য নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি অবৈধ বিদেশি অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খরচ করেছেন। এক বিদেশি অপরাধী ও বিদেশি শক্তির স্বার্থে তৎকালীন প্রেসিডেন্টকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অপরাধের বিস্তার ও গভীরতা বিবেচনায় ফেডারেল সাজা নির্দেশিকায় আজীবন কারাদণ্ড পর্যন্ত সুপারিশ রয়েছে।


এই বিভাগের আরো খবর