সর্বশেষ :
অক্টোবরে সড়কে ৪২৩ প্রাণহানি, বিআরটিএর পরিসংখ্যানে বেড়েছে উদ্বেগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি বাংলাদেশে শ্রম আইন সংশোধনে গেজেট জারি, ট্রেড ইউনিয়নে নতুন বিধান সংকটে থাকা ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা  শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি চীনের এক বক্তব্যে জাপানের পর্যটন খাতে শেয়ারে দরপতন ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে ১৮, নিখোঁজ অনেক
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মদিনার কাছে হজযাত্রী বাসে দুর্ঘটনা

প্রতিনিধি: / ২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিদেশ : পবিত্র শহর মদিনার কাছে রাতের বেলায় ভারতীয় হজযাত্রীদের বহনকারী একটি বাসে মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কিছু সংখ্যক লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবে ভারতীয় দূতাবাস ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গতকাল সোমবার সৌদি আরবে ভারতীয় দূতাবাস জানিয়েছে, পবিত্র মদিনার কাছে রাতের বেলায় হজযাত্রীদের একটি বাস মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় বেশ কিছু সংখ্যক লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে কর্মকর্তারা এখনো মৃতের সংখ্যা জানাননি। মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ লিখেছেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ তিনি আরো বলেন, রিয়াদে আমাদের দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। হজের সময় সৌদি আরবের পবিত্র স্থানগুলোয় মুসল্লিদের পরিবহন, দীর্ঘ যানজট সৃষ্টি করে ও রাস্তাগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়। ২০২৩ সালের মার্চ মাসে, পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে এক সেতুর ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায় এবং এই ঘটনায় ২০ জনের প্রাণহানি ও বেশ ক’জন আহত হয়। ২০১৯ সালের অক্টোবরে, মদিনার কাছে একটি বাস আরেকটি ভারী যানবাহনের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩৫ জন বিদেশির প্রাণহানি ও অপর চারজন আহত হয়।


এই বিভাগের আরো খবর