বিদেশ : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছে। দিলোভাসি শহরে শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে গুদামটিতে আগুন লাগে বলে জানিয়েছে কোসায়েলি প্রদেশের গভর্নরের কার্যালয়। প্রদেশটির গভর্নর ইলহামি আকতাস তুর্কি সংবাদমাধ্যম সিএনএন তার্ককে বলেছেন, চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বার্ন ইউনিটে গুরুতর অগ্নিদগ্ধ একজনের চিকিৎসা চলছে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি, বলেছে বিবিসি। তুরস্কের শ্রম মন্ত্রণালয় এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। দেশটির বিচারমন্ত্রী ইলমাজ তুনচ জানিয়েছেন, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। তুর্কি গণমাধ্যমে আসা ছবিতে আগুন নেভাতে দমকল কর্মীদের প্রাণপণ চেষ্টার দৃশ্য দেখা গেছে। “একটি বিস্ফোরণ ঘটেছিল, আমি উঠে নিচে তাকিয়ে দেখলাম একজন মানুষ জ্বলছে, আমি আগুন নেভালাম, তারপর চিৎকার শুনলাম। যখন শব্দের দিকে তাকালাম, দেখলাম আতঙ্কিত শিশু ও মহিলারা ভেতরে চিৎকার করছেন,” বলেছেন এক প্রত্যক্ষদর্শী। দিলোভাসি শহরের মিমার সিনোন এলাকায় এ অগ্নিকাণ্ডটি হয়েছে। ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত শিল্পনগরী দিলোভাসিতে অসংখ্য গুদাম ও কারখানা আছে।