আনন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরের কিছু অংশে টর্নেডোর আঘাতে কম পক্ষে পাঁচ জন নিহত এবং প্রায় ১৩০ জন আহত হয়েছে। গত শুক্রবার স্থানীয় সরকার একথা জানিয়েছে। সংস্থাটিরদেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, পারানা (রাজ্য)-এর সিভিল ডিফেন্স দুঃখের সঙ্গে জানাচ্ছে যে রিও বনিতো দো ইগুয়াকু পৌরসভায় আঘাত হানা টর্নেডোর আঘাতে পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।