শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাক-আফগান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ৫

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং আহত হয়েছে ৬ জন। নিহতদের সবাই আফগান নাগরিক বলে জানা গেছে। গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের আলোচনার সময়ই এ ঘটনা ঘটে। চলমান এই আলোচনা গত ১৯ অক্টোবর কাতারে হওয়া অস্ত্রবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ওই সময়ের সংঘর্ষে উভয় দেশের সেনা সদস্যসহ বেসামরিক মানুষ নিহত হয় এবং শতাধিক আহত হয়। বৃহস্পতিবারের হামলার বিষয়ে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় পাঁচজন মারা গেছেন, যার মধ্যে চারজন নারী। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।’ সাম্প্রতিক এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা ইস্যু। পাকিস্তান অভিযোগ করে আসছে যে পাকিস্তান তালেবানসহ (টিটিপি) বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান এবং এসব গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনা চলাকালে পাকিস্তানি বাহিনী স্পিন বোলদাক হামলা চালায়, যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে। আলোচনার প্রতি সম্মান জানিয়ে এবং বেসামরিক ক্ষতি এড়াতে আফগান বাহিনী এখনও কোনো পাল্টা জবাব দেয়নি।’


এই বিভাগের আরো খবর