আনন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আন্তর্জাতিক জলসীমায় একটি সন্দেহভাজন মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। বৃহস্পতিবারের ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেয়া পোস্টে তিনি বলেন, ‘জাহাজটি একটি নির্ধারিত সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিল।’ তবে, এ বিষয়ে হেগসেথ বিস্তারিত কোনো প্রমাণ উপস্থাপন করেননি বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পোস্টেটিতে ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও অন্তর্ভুক্ত ছিল। ভিডিওটিতে সাগরে থাকা একটি নৌযানকে দেখানো হয়েছে, যেটির অস্ত্রের আঘাতে বিস্ফোরণ ঘটে। ভেনেজুয়েলার উপকূলের কাছে এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের জাহাজে চলতি বছরের সেপ্টেম্বর থেকে এক ডজনেরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলা মিলিয়ে “মাদকবাহী জাহাজে”অভিযানের নামে এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৬০ জনেরও বেশি মানুষ।