বিদেশ : ফ্রান্সে আটলান্টিক দ্বীপ ওলেরনে এক ৩৫ বছর বয়সী ব্যক্তি গতকাল বুধবার পথচারী ও সাইকেল চালকদের ওপর তার গাড়ি তুলে দেন। এতে ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। একজন প্রসিকিউটর এসব তথ্য জানিয়েছেন। পশ্চিমাঞ্চলীয় শহর লা রশেলের উপকণ্ঠে মনোরম দ্বীপ ওলেরনের একটি প্রধান সড়কে এই বাসিন্দা ‘ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকজন পথচারী ও সাইকেল চালককে আঘাত করে’ বলে প্রসিকিউটর আর্নো লারাইজ জানান। ম্যাজিস্ট্রেট বলেন, গ্রেপ্তারের সময় লোকটি উগ্রবাদীদের মতো চিৎকার করে ওঠেন। পুলিশ লোকটিকে গ্রেপ্তার করেছে ও কথিত ‘হত্যাচেষ্টার’ জন্য তদন্ত করছে, তবে লোকটির উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় বলে লারাইজ যোগ করেন। মামলার সঙ্গে যুক্ত একটি সূত্র এর আগে বলেছিল, লোকটি কয়েক কিলোমিটারজুড়ে শিকারদের ‘ইচ্ছাকৃতভাবে আঘাত করেছিল’। প্রসিকিউটর জানান, এই ঘটনাটি ডোলুস ডি’ওলেরন এবং সেন্ট-পিয়ের ডি’ওলেরন শহর দুটিকে সংযোগকারী রাস্তায় ঘটেছে। ডোলুস ডি’ওলেরনের মেয়র নিশ্চিত করেছেন, সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা ছিলেন।