সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিন জন নিহত ও ১১ জন আহত হয়েছে। বিমানটি বিমানবন্দর সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফলে পুরো এলাকায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হাওয়াইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তিনি আশঙ্কা করছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়বে। বেশিয়ার আরও বলেন, ‘আমরা হতাহতের বিষয়টি নিশ্চিত করিনি।’ বেসিয়ার বলেন, তিনজন ক্রু সদস্যের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি এবং তিনি তাদের জন্য ‘খুবই উদ্বিগ্ন’। ইউপিএস এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে তিন জন ক্রু সদস্য ছিলেন। এফএএফ ও মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এসটিএসবি) এ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। স্থানীয় সমপ্রচারক ডব্লিউএলকেওয়াই দ্বারা শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি উড়তে যাওয়ার সময় বাম ইঞ্জিনে আগুন ধরে গেছে। কোম্পানির একটি তথ্যসূত্র অনুসারে, লুইসভিল ইউপিএস-এর জন্য প্রধান মার্কিন বিমান কেন্দ্র হিসেবে কাজ করে। বৃহৎ প্যাকেজ ডেলিভারি প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ২ হাজারটি ফ্লাইটের মাধ্যমে ২০০টিরও বেশি দেশে ভ্রমণ করে। যার বহরে ৫১৬টি বিমান রয়েছে। দুর্ঘটনাস্থলের আকাশ ফুটেজে ধ্বংসাবশেষের দীর্ঘ পথ দেখা গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের উপর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। গভর্নর বেসিয়ার বলেছেন, বিমানটি ‘প্রায় সরাসরি একটি পেট্রোলিয়াম শোধনাগারে আঘাত করেছে।


এই বিভাগের আরো খবর