সর্বশেষ :
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ আফতাবউদ্দিন কলেজে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা দুবলাচরে হরিণ শিকারীদের হামলায়  শরণখোলা রেন্জ কর্মকর্তা আহত ইসরায়েলের লেবাননে ব্যাপক হামলা চালানোর হুমকি সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের ভারত বৈশ্বিক পাসপোর্ট সূচকে রুয়ান্ডার চেয়েও পেছনে পড়েছে আরব আমিরাত সুদানে বিদ্রোহীদের চীনা ড্রোন-কামান দিচ্ছে মেক্সিকোতে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা বর্তমানে ট্রাম্প-পুতিন জরুরি বৈঠকের কোনো প্রয়োজন নেই : রুশ মুখপাত্র যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেক্সিকোতে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মেক্সিকোর উরুয়াপান শহরে একটি প্রকাশ্য অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা মেয়রকে গুলি করে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও সংঘটিত অপরাধে জর্জরিত। জাতীয় জননিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজো শহরের কেন্দ্রে একটি হামলায় নিহত হয়েছেন। সংস্থাটি আরো বলেছে, এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলাকারীদের একজন মারা গেছে। মিচোয়াকান রাজ্যটি বছরের পর বছর ধরে শক্তিশালী মাদক গ্যাংগুলোর সহিংসতায় ভুগছে। এই অপরাধী দলগুলো কৃষি অঞ্চলে সক্রিয় এবং কৃষকদের কাছ থেকে চাঁদাবাজি করে। মানজো ‘ডে অব দ্য ডেড’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় গুলিতে নিহত হন। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার পর জনাকীর্ণ ওই অনুষ্ঠান থেকে মানুষজন পালিয়ে যাচ্ছে। মানজো ২০২৪ সালের সেপ্টেম্বরে মেয়র হয়েছিলেন এবং প্রায় সময়ই বুলেটপ্রুফ ভেস্ট পরে রাস্তায় নিরাপত্তা টহলগুলোতেও যোগ দিতেন। জুনে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এমন একটি টহলের ভিডিওতে, তিনি সহিংস অপরাধ মোকাবেলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার এই হত্যাকাণ্ডের মাত্র কয়েক দিন আগে, মিচোয়াকানের কৃষক প্রতিনিধি বার্নার্ডো ব্রাভো-যিনি প্রায়ই অপরাধী দলগুলোর চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন-তাকে গুলি করে হত্যা করা হয়। প্রায় দুই দশক ধরে মাদকসংক্রান্ত সহিংসতায় জর্জরিত মেঙ্েিকাতে সাম্প্রতিক বছরগুলোতে বহু স্থানীয় রাজনীতিবিদ খুন হয়েছেন। গত মাসে কেন্দ্রীয় মেঙ্েিকার পিসাফ্লোরেস শহরের মেয়রকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করেছিল। জুনে সশস্ত্র ব্যক্তিরা দক্ষিণ মেঙ্েিকার একটি মেয়রের কার্যালয়ে হামলা চালিয়ে মেয়র এবং একজন কর্মীকে হত্যা করে। এর পরের দিনই দেশটির পশ্চিমাঞ্চলে আরেক মেয়রকে তার স্বামীর সঙ্গে খুন করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর