সর্বশেষ :
প্রকাশ পেলো ‘সোলজার’-এ তানজিন তিশার ফার্স্টলুক ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর : জয়া আহসান তোপের মুখে অভিনেত্রী মেহের আফরোজ শাওন শেষ মুহূর্ত পর্যন্ত ভোট চালু রাখার আহ্বান জানালেন তানজিয়া জামান মিথিলা অক্টোবরে সড়কে ৪২৩ প্রাণহানি, বিআরটিএর পরিসংখ্যানে বেড়েছে উদ্বেগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি বাংলাদেশে শ্রম আইন সংশোধনে গেজেট জারি, ট্রেড ইউনিয়নে নতুন বিধান সংকটে থাকা ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা 
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলের লেবাননে ব্যাপক হামলা চালানোর হুমকি

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠী আবারও নিজেজের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ তুলে লেবাননের হামলা বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গতকাল রোববার এক বিবৃতিতে এ দখলদার বলেছেন, “হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে এবং লেবাননের প্রেসিডেন্ট এতে জড়িত হচ্ছেন। লেবাননের সরকার কথা দিয়েছিল হিজবুল্লাহকে তারা নিরস্ত্র ও সীমান্ত থেকে সরিয়ে দেবে। তাদের এ কথা অবশ্যই রাখতে হবে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এমনকি হামলা জোরদার করা হবে। আমরা ইসরায়েলের উত্তরাঞ্চলে কোনো হুমকি থাকতে দেব না।” ইসরায়েলি হামলায় গত শনিবার লেবাননে চারজনের মৃত্যু হয়েছে। এরপর এ হুমকি দিলো দখলদাররা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে ২০২৩ সালের অক্টোবর থেকে বিক্ষিপ্ত হামলা শুরু করে হিজবুল্লাহ। যা ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পূর্ণ যুদ্ধে পরিণত হয়। ওই সময় হিজবুল্লাহর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহসহ বেশিরভাগ নেতাকে হত্যা করে ইসরায়েল। তাদের হামলায় অনেক বেসামরিক মানুষও প্রাণ হারান। এরপর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত বছরে নভেম্বরে যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও লেবাননের বিভিন্ন জায়গায় তারা হামলা অব্যাহত রাখে। যা এখনো চলছে। এরমধ্যে গত সপ্তাহে লেবাননে অনুপ্রবেশ করে একটি বাড়িতে হামলা চালিয়ে এক সরকারি কর্মচারীকে হত্যা করে দখলদার সেনারা। এরপর লেবাননের প্রেসিডেন্ট সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনারা যেন কোনোভাবে আর লেবাননে প্রবেশ করতে না পারে।


এই বিভাগের আরো খবর