মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাইকোর্ট ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না

প্রতিনিধি: / ৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে করা রিট শুনতে হাইকোর্ট বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অপরাগতা প্রকাশ করেছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এই মন্তব্য করেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে পূর্বে রিট আসে এবং তা ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর আপিল বিভাগ বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। সেই কারণে হাইকোর্ট আর ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না। আদালত আরও জানান, রিটটি ভুলভাবে উল্লেখ করা হয়েছে; যদি জানা যেত যে এটি ডাকসু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাহলে আবেদনটি নিতেই হতো না। পরে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) মো. জুলিয়াস সিজার তালুকদার, যিনি ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ছিলেন, তার প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের জন্য হাইকোর্টে রিট করেছিলেন। রিটে ডাকসু নির্বাচনসহ ডাকসু হল সংসদ নির্বাচনের স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। রিটে বলা হয়েছিল, চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে তার নাম ও ব্যালট নম্বর বাদ দেওয়ার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়াও যথাযথ নয়।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ২৬ আগস্ট প্রকাশ করা হয়েছিল। তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াস সিজার তালুকদারের নাম ছিল এবং তার ব্যালট নম্বর ছিল ২৬। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগ আসে। ওই ট্রাইব্যুনাল প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে সুপারিশ পাঠায়, যা অনুসারে নির্বাচন কমিশন তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে।

হাইকোর্টের এই সিদ্ধান্তে নিশ্চিত হলো, ডাকসু নির্বাচনের প্রার্থিতা বা ব্যালট নিয়ে আর কোনো রিট শুনানি হবে না।


এই বিভাগের আরো খবর