ঢাকার আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার পর তাদের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২১ আগস্ট দিন ধার্য করেছেন। বুধবার (১৩ আগস্ট) ট্রাইব্যুনাল–২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালকুদার ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষের পক্ষে আবেদন করেন তাদের আইনজীবীরা।
মামলায় মোট ১৬ জন আসামি রয়েছে, তাদের মধ্যে আটজন গ্রেফতার আছেন। আজ গ্রেফতার আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেফতার আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। অন্য আটজন পলাতক, তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম রয়েছেন।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট। ৪ আগস্ট একজনকে গুলি করে হত্যা করা হয়, পরের দিন ছয় তরুণকে গুলি করে হত্যা করার পর তাদের লাশ পুলিশভ্যানে রেখে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংসতার সময় একজন আহত ব্যক্তি জীবিত থাকা সত্ত্বেও পেট্রোল দিয়ে তার গায়ে আগুন দেওয়া হয়। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
এর আগে ২ জুলাই ২০২৫ সালে ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। অভিযোগ গঠনের শুরুর ধারাবাহিকতায় ২৮ জুলাই মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়। এরপর ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ের শুনানি শেষে ট্রাইব্যুনাল ২১ আগস্ট অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।