পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় আরও দু’জনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার তাদের গ্রেপ্তার কার হয়। এ নিয়ে এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ডের সামনে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে সারাদেশের বিভিন্ন জায়গায় হত্যার বিচার দাবি জানানো হয়েছে। তবে উপদেষ্টারাও এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।