বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাইওয়ানে মহড়ায় উন্নত মার্কিন রকেট মোতায়েন

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিদেশ : চীনের সম্ভাব্য হামলা প্রতিরোধ ও ক্ষমতা বৃদ্ধির জন্য বার্ষিক লাইভ-ফায়ার মহড়ার অংশ হিসেবে তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সর্বাধুনিক ও সবচেয়ে নিখুঁত রকেট মোতায়েন শুরু করেছে। রয়টার্স জানিয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় উপকূলের তাইচুং শহরের চারপাশে শনিবার হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসহ (এইচআইএমএআরএস) দুটি সাঁজোয়া ট্রাককে চলাচল করতে দেখা গেছে। এটি ছিল ১০ দিনের বার্ষিক হান কুয়াং মহড়ার চতুর্থ দিন। এটি তাইওয়ানের সবচেয়ে বিস্তৃত বার্ষিক সামরিক মহড়া। সামরিক মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া বলেছেন, ‘নির্দেশ না দেওয়া পর্যন্ত শত্রুপক্ষের আকাশ অভিযান, স্যাটেলাইট, এমনকি আমাদের সীমানার পেছনে থাকা শত্রুপক্ষের কর্মীদের কাছ থেকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম লুকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এদিকে চীন তাইওয়ানকে তাদের নিজেদের ভুখণ্ড বলে মনে করে। দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার জন্য বলপ্রয়োগের হুমকি দিয়ে আসছে তারা। পাঁচ বছর ধরে তাইওয়ানের চারপাশে চাপ বাড়িয়েছে চীন। সেই সঙ্গে তীব্র সামরিক মহড়া চালিয়েছে তারা। এ ছাড়া অঞ্চলটির চারপাশে প্রতিদিন নৌ ও বিমানবাহিনী টহল দিচ্ছে। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সপ্তাহের শুরুতে বলেছিল, হান কুয়াং মহড়া একটি ধোঁকাবাজি ও আত্মপ্রবঞ্চনামূলক কৌশল ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র-তাইওয়ান সামরিক সম্পর্কের প্রতি তাদের বিরোধিতা ধারাবাহিক ও অত্যন্ত দৃঢ়।তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং তে বৃহস্পতিবার বলেছেন, মহড়াগুলো বড় পরিসরের ও বাস্তবসম্মত যুদ্ধের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। গত বছর তাইওয়ান ২৯টি এইচআইএমএআরএসের মধ্যে ১১টি পেয়েছে। মে মাসে প্রথমবার তারা এটির পরীক্ষা শুরু করে। এই অস্ত্রগুলোর প্রায় ৩০০ কিলোমিটার রেঞ্জ রয়েছে, যার ফলে তাইওয়ান প্রণালির অপর পাশে অবস্থিত চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলীয় লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। তাইওয়ানের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী যুক্তরাষ্ট্র আইনি বাধ্যবাধকতার কারণে তাইওয়ানের প্রতি হুমকিকে গুরুতর উদ্বেগ হিসেবে বিবেচনা করে। তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের সম্ভাব্য হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনী মোতায়েন করবে কি না, তা এখনো পরিষ্কার নয়। নাম প্রকাশে অনিচ্ছুক তাইওয়ান সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শত্রুর হামলা ও হামলার দৃশ্যপটের অনুকরণে শুরু করা এ মহড়া অলিখিত ও পুরোদস্তর যুদ্ধাবস্থার মতো করে সাজানো হয়েছে। এ মহড়ার লক্ষ্য হলো চীন, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সমপ্রদায়কে দেখানো যে তাইওয়ান যেকোনো চীনা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সূত্র : আলজাজিরা


এই বিভাগের আরো খবর