রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুন রেজার মৃত্যু

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গত শুক্রবার দিনগত রাত ১০টা ৫০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মামুন রেজা বুকে ব্যথা অনুভব করেন। এরপর বিছানায় ঢলে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক মামুন স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতেই তার লাশ মহানগরের জাতিসংঘ পার্ক সংলগ্ন বাসভবনে নেওয়া হয়। তাকে শনিবার দিঘলিয়ার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


এই বিভাগের আরো খবর