সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাতীয় পার্টিকে হিসেব করছে না অন্তর্বর্তিকালীন সরকার : জিএম কাদের

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫

জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দেশের সব জায়গায় আমাদের ভোট আছে, সব সময় আমরা সংসদে ভূমিকা রেখেছি। কিন্তু দক্ষিণ এশিয়ার  বর্ণবাদের মতো আচরণ করে রাজনৈতিক অধিকার হরণ করে  অন্তর্বর্তিকালীন সরকার  জাতীয় পার্টিকে হিসেব করছে না বলে মন্তব্য করেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর মহানগরীর সেনপাড়ায় স্কাইভিউ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।এর আগে অনির্ধারিত দিনের জন্য রংপুর সফরে তিনি বাসভবনে এসে পৌছান। এসময় প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে জিএম কাদের বলেন, ইন্টিরিম সরকার আমাদেরকে হিসাবের মধ্যেই আনছেন না। আমরা একটা রেজিষ্টার্ড পাটি। সব সময় আমাদের পার্লামেনেট একটা রি প্রেজেনটেশন আছে। দেশের সব জায়গায় আমাদের ভোট আছে। সমস্ত দেশ ব্যাপি আমাদের সংগঠন আছে। সেখানে উনি( প্রধান উপদেস্টা) আমাদের রিকগনাইজড করতে চাচ্ছেন না।’

জিএম কাদের বলেন, ‘ কাজেই আমি বলছি যে বর্ণবাদি নীতি যা সাউথ আফ্রিকায় ব্লাকদের ওপর করা হয়েছিল। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্লাকদেরকে তারা রাজনৈতিকবাবে কোনঠাসা করেছিল। রাজনৈতিক অধিকার থেকে বঞ্ছিত করা হয়েছিল। আমাদের ( জাতীয় পার্টিকে) সাথেও এখন একই ব্যবহার করা হচ্ছে।’

জিএম কাদের অভিযোগ করেন, ‘প্রেসে (গণমাধ্যমে) পর্যন্ত । গণমাধ্যমেও আমাদের কোন কাভারেজ দেয়া হয় না। যারা দিতে চায় তাদেরকে নানাভাবে বাঁধাগ্রস্ত করা হচ্ছে।

জিএম কাদের বলেন, ‘ এসব কারণে আমরা মনে করি এসরকার নিবর্তন মূলক আইন করছে। বিভিন্ন ধরণের অত্যাচারমূলক কাজ করছে। এটার উদ্দেশ্য হলো তারা যাদেরকে বৈষশ্যের শিকার করতে চায়, বর্ণবাদের শিকার করতে চায় । যে শিকারের আমরা হচ্ছি ‘


এই বিভাগের আরো খবর