বিদেশ : চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডং-এর একটি রাসায়নিক কারখানায় বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। তবে এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বিবরণ দেওয়া হয়নি। যাচাই না করা সোশ্যাল মিডিয়ার একটি ছবিতে কারখানার ওপরে ধোঁয়া উড়তে দেখা গেছে। শানডং ইউদাও কেমিক্যালের কর্মশালায় দুপুরের ঠিক আগে বিস্ফোরণের পর জরুরি পরিষেবাগুলো উদ্ধার ও চিকিৎসার প্রচেষ্টা শুরু করে বলে সমপ্রচারক সিসিটিভি জানিয়েছে, তবে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। বিস্ফোরণের পর চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা পোস্টগুলোতে আশেপাশের গ্রামে ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখা গেছে। বাসিন্দারা বলছেন, তারা এর কম্পন অনুভব করেছেন। শানডং ইউদাও কেমিক্যাল হিমাইল গ্রুপের মালিকানাধীন, যা তালিকাভুক্ত হিমাইল মেকানিক্যালেরও মালিকানাধীন। এর শেয়ার গতকাল মঙ্গলবার বিকেলে প্রায় ৪ শতাংশ কমে গেছে। ইউদাও ২০১৯ সালের আগস্টে প্রাদেশিক শহর ওয়েইফাং-এর গাওমি রেনহে কেমিক্যাল পার্কে প্রতিষ্ঠিত হয়েছিল। এর ওয়েবসাইট অনুসারে, কম্পানিটি ৭০০ একর (৪৭ হেক্টর) এরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত, যেখানে ৩০০ জনেরও বেশি কর্মচারী রয়েছে। এটি কীটনাশক, ওষুধ এবং রাসায়নিক উৎপাদন এবং বিক্রি করে। সূত্র : রয়টার্স
https://www.kaabait.com