বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড, ২৫ আহত হাসপাতালে

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ মে, ২০২৫

আবাসন ভাতা নিশ্চিত, শিক্ষা বাজেট বৃদ্ধি ও তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ। এ ঘটনায় প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন: রেদোয়ান (২৪), আসিফ (২০), রহমান (২২), শাকিব (২১), আরিফ (২২), রফিক (২৫), শফিক (২৪), ওমর ফারুক জীলান (২৪), মুজাহিদ বাপ্পী (২৪), মো. জিহাদ (২১), নাহিদ হাসান (২৩), মীর মো. রায়হান (২৩), আবু বক্কার (২১), নিউটন ইসলাম রিপন (২০), ফারুক হোসেন (২৩), ও দ্বীন মোহাম্মদ (২৩)। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। আহত শিক্ষার্থীরা জানান, তারা জবি ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এসময় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ তাদের। এর আগে, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাস থেকে কর্মসূচির অংশ হিসেবে ‘লংমার্চ টু যমুনা’ শুরু করেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ‘জুলাই ঐক্য’ নামের একটি শিক্ষার্থী জোট তিন দফা দাবি আদায়ে এ কর্মসূচির ঘোষণা দেয়। জোটটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, এ পর্যন্ত প্রায় ২৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।


এই বিভাগের আরো খবর