সর্বশেষ :
ভেনেজুয়েলা অভিযানে মোতায়েন করা রণতরি ও যুদ্ধবিমান যাচ্ছে মধ্যপ্রাচ্যে জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরায়েল ১৫ বছর পর জাপানে চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মার্শাল ল: ২৩ বছরের কারাদণ্ড মিলল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু পাঁচ দিনে ১৪শ’র বেশি ইন্দোনেশিয়ান কাম্বোডিয়ার প্রতারণা চক্র থেকে বেরিয়েছে : দূতাবাস জেল পালানো শত শত কারাবন্দির হদিস নেই নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের আহ্বান ইসির নাটোরে কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা, ক্ষোভের আগুনে পুড়ে মারা গেলেন বৃদ্ধা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সামান্থা নতুন করে প্রেমে পড়েছেন

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় চার বছর পার হয়েছে। সম্প্রতি গুঞ্জন শোনা যায়, নতুন করে নাকি এক নির্মাতার প্রেমে পড়েছেন সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর সামাজিকমাধ্যমের পোস্ট সেই জল্পনাই আবার উসকে দিল। গত বুধবার বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছে পরিচালক রাজ নিদিমরুকে। সেই পোস্টে অভিনেত্রী লেখেন, পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু। সামান্থার এই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে। এই ছবির মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন বলেই মনে করছেন ভক্তরা। এদিকে শোনা যাচ্ছে, সামান্থা নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত তিনি প্রেমে নেই বলেই দাবি ভারতের দক্ষিণী সিনেমার এই অভিনেত্রীর। প্রসঙ্গত, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়। ২০১৭ সালে তাদের দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন টেকেনি। ২০২১ সালে দু’জনের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া যায় যখন সামান্থা নিজের সামাজিকমাধ্যম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবী বাদ দেন। পরবর্তীতে সত্যিই করে আলাদা হয়ে যান দু’জনে। এরপর নাগা বিয়ে করে সংসারী হলেও সামান্থা একাই রয়েছেন।


এই বিভাগের আরো খবর