সর্বশেষ :
যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল, আরব আমিরাতের বাহিনীকে অবিলম্বে ইয়েমেন ত্যাগের আহ্বান খালেদা জিয়া ছিলেন পাকিস্তানের প্রতিশ্রুতিশীল বন্ধু : শাহবাজ শরিফ কানাডার নৌবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলো ইরান ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিল্লি, ফ্লাইট বাতিলের হিড়িক পশ্চিম তীরে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বললেন ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বন্দরে আমিরাতের পাঠানো জাহাজ-বোঝাই অস্ত্রের চালানে সৌদির বিমান হামলা বিশ্ব নেতাদের মানুষ ও পৃথিবীর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের অঙ্গোলার বিপক্ষে মিসরের ড্র জাম্বিয়ার সাথে দাপুটে জয় পেলো মরক্কো দুই ম্যাচ পর জয় পেলো হামজার লেস্টার সিটি
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সামান্থা নতুন করে প্রেমে পড়েছেন

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় চার বছর পার হয়েছে। সম্প্রতি গুঞ্জন শোনা যায়, নতুন করে নাকি এক নির্মাতার প্রেমে পড়েছেন সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর সামাজিকমাধ্যমের পোস্ট সেই জল্পনাই আবার উসকে দিল। গত বুধবার বেশ কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করেছেন সামান্থা। সেখানেই দেখা গিয়েছে পরিচালক রাজ নিদিমরুকে। সেই পোস্টে অভিনেত্রী লেখেন, পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু। সামান্থার এই পোস্ট ঘিরেই আপাতত শোরগোল অনুরাগীদের মধ্যে। এই ছবির মাধ্যমেই সামান্থা প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন বলেই মনে করছেন ভক্তরা। এদিকে শোনা যাচ্ছে, সামান্থা নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত তিনি প্রেমে নেই বলেই দাবি ভারতের দক্ষিণী সিনেমার এই অভিনেত্রীর। প্রসঙ্গত, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটে সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়। ২০১৭ সালে তাদের দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন টেকেনি। ২০২১ সালে দু’জনের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া যায় যখন সামান্থা নিজের সামাজিকমাধ্যম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবী বাদ দেন। পরবর্তীতে সত্যিই করে আলাদা হয়ে যান দু’জনে। এরপর নাগা বিয়ে করে সংসারী হলেও সামান্থা একাই রয়েছেন।


এই বিভাগের আরো খবর