সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আজ রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে এক নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। ছাত্রলীগের নেতাকর্মীদের সন্দেহের বশবর্তী হয়ে নির্মম নির্যাতনের ফলে প্রাণ হারান তিনি। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

হত্যাকাণ্ডের পরদিন, ৭ অক্টোবর, আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে, মিথ্যা অভিযোগ তুলে, দলবদ্ধভাবে আবরারকে পিটিয়ে হত্যা করেন।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। বিচারকাজ শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় ঘোষিত হয়, যেখানে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি গ্রহণ করে হাইকোর্ট।

রোববার হাইকোর্ট ২০২১ সালের বিচারিক আদালতের রায় বহাল রাখেন। আদালতের এ রায়ের পর আবরারের বাবা বরকত উল্লাহ জানান, তারা রায়ে আপাতত সন্তুষ্ট। তবে দ্রুততম সময়ে এ রায় কার্যকরের দাবি জানান তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জন আসামি বুয়েট ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। তাঁদের মধ্যে মুনতাসির আল জেমি নামের এক আসামি গত বছর গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫ জনও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছে সহসভাপতি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, আইনবিষয়ক উপসম্পাদক ও অন্যান্য সদস্য।

আবরার ফাহাদ হত্যার মূল কারণ হিসেবে উঠে আসে সন্দেহ ও ছাত্র রাজনীতির দৌরাত্ম্য। হত্যাকাণ্ডের পর আন্দোলনের মুখে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং শিক্ষার্থীরা ১০ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে ছিল বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান।

এই রায় দেশে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করেন অনেকেই। তবে আবরারের পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা চান দ্রুততম সময়ে এই রায় কার্যকর হোক, যাতে ভবিষ্যতে এমন নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।


এই বিভাগের আরো খবর