বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে গত মঙ্গলবার চার শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই ও যাত্রীদের জিম্মি করে সশস্ত্র জঙ্গিরা। এরপর টানা ৩৬ ঘণ্টার অভিযান শেষে জিম্মিদের উদ্ধার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই ঘটনার জন্য ভারত ও আফগানিস্তানকে দায়ী করেছে পাকিস্তান। শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এমন দাবি খারিজ করেছে ভারত ও আফগানিস্তান। এনিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের ‘আত্মসমালোচনা’ করা উচিত। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান ভিত্তিহীন কথা বলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে, আতঙ্কবাদের আঁতুড়ঘর কোথায়। অন্যদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান। ডয়চে ভেলে বলছে, সাধারণভাবে পাকিস্তান তাদের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে ভারতকে দায়ী করলেও, জাফর এঙ্প্রেসের ঘটনা নিয়ে আফগানিস্তানকেই মূল নিশানা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র শাফকত আলি জানান, আফগানিস্তানেই ট্রেন হাইজ্যাকের ছক করেছিল দুষ্কৃতিরা। তিনি জানান,আমাদের নীতির কোনো পরিবর্তন হয়নি। তথ্য অনুযায়ী পাকিস্তানে এই ধরনের হামলার জন্য দায়ী থাকে ভারত। তবে এক্ষেত্রে আমাদের কাছে প্রমাণ আছে এই হামলার ছক আফগানিস্তানে কষা হয়েছে। শফকত আরও বলেন সারা পৃথিবীজুড়ে ‘হত্যার প্রচার’ চালাচ্ছে ভারত। এর ফলে প্রতিবেশী দেশগুলো বিপদে পড়ছে। বেলুচিস্তান লিবারেশান আর্মি বা বিএলএ সম্পর্কে ভারতীয় মিডিয়ার সদর্থক প্রচারেরও সমালোচনা করেন তিনি। এরপরেই ভারত ওই প্রতিক্রিয়া জানায়। এ ছাড়া আফগানিস্তানের তালেবান শাসকরাও জানিয়েছে, তাদের সঙ্গে পাকিস্তানের ট্রেনে হামলার কোনো সম্পর্ক নেই। আফগানিস্তান কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা এই অভিযোগ খারিজ করছি। আমরা পাকিস্তানকে বলছি, তারা যেন নিজেদের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সমস্যা নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে।