রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বলিভিয়ায় পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেল বাস, নিহত ১৩

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বিদেশ : বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে একটি বাস পাথরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তা থেকে উল্টে গিয়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। এদিকে স্থানীয় পুলিশ বুধবার জানিয়েছে, অঞ্চলজুড়ে ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরের দিকে আঞ্চলিক পুলিশ বলিভিয়ার পোটোসি বিভাগে একটি বাস দুর্ঘটনার খবর জানায়। অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের পর বাসটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তা থেকে উল্টে যায়। কর্মকর্তাদের মতে, বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। গত বুধবারের দুর্ঘটনাটি দক্ষিণ আমেরিকার দেশটিতে ধারাবাহিকভাবে মারাত্মক সড়ক সংঘর্ষের সর্বশেষ ঘটনা। বলিভিয়ার ট্রাফিক পুলিশ জানিয়েছে, ২০২৫ সালে এ পর্যন্ত এই দুর্ঘটনায় কমপক্ষে ১২৭ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিটি দুর্ঘটনার পরিস্থিতি ভিন্ন হলেও, স্থানীয় বলিভিয়ান মিডিয়া তদন্ত এবং সড়ক নিরাপত্তা উন্নত করার দাবি ক্রমশ বাড়ছে। ২০২৪ সালে ট্রানজিট অপারেটিভ ইউনিট অনুসারে ১৫ হাজারের বেশি মানুষ দুর্ঘটনার মুখোমুখি হয়েছে এবং এর মধে এক হাজার ৪৮০ জন নিহত হয়েছে। যার মধ্যে গড়ে প্রতিদিন কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর