সর্বশেষ :
সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত জানুয়ারিতে রোহিঙ্গা গণহত্যার শুনানি করবে জাতিসংঘের শীর্ষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড তাইওয়ানের রাজধানীতে স্মোক বোমা ও ছুরি হামলার ঘটনায় নিহত ৪ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস উল্টে দক্ষিণ আফ্রিকায় নিহত ১২, আহত বহু

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিদেশ : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে। দেশটির প্রধান বিমানবন্দরের কাছে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে শহর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। একুরহুলেনি শহরের পরিবহন কর্মকর্তা আন্দিলে মেংগওভু বলেন, ‘আমরা বাকরুদ্ধ। এটি এক ভয়াবহ বিপর্যয়।’ প্রতিবেদন অনুসারে, কর্মস্থলের পথে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি জোহানেসবার্গের ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ব্যস্ত সড়কে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে বিমানবন্দরের সংযোগ সড়ক বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বাসটিকে এক পাশে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে জানান, বাসটি সম্ভবত অতিরিক্ত গতিতে চলছিল। এএফপি বলছে, উন্নত সড়ক নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় উচ্চমাট্রে সড়ক দুর্ঘটনা ঘটে, যা সাধারণত অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, অযোগ্য যানবাহন ও সিটবেল্ট না পরার কারণে ঘটে থাকে। এর আগে সোমবার জোহানেসবার্গের পূর্বে একুরহুলেনির কাছে দুটি গাড়ির সংঘর্ষে চার স্কুলশিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হয়। তার আগে গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় প্রদেশ কোয়াজুলু-নাটালে ৮২ আসনের একটি বাস খাদে পড়ে গেলে অন্তত ৯ জন নিহত হয়, যাদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও ছিল। বাসটি গির্জা থেকে ফেরার পথে যাত্রী বহন করছিল।


এই বিভাগের আরো খবর