সর্বশেষ :
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আর্জেন্টিনায় বন্যায় ১৬ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং এখনও দুই তরুণী নিখোঁজ রয়েছে। ডুবুরিরা পানিতে ভেসে যাওয়া ওই দুই তরুণীর সন্ধান করছেন। আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের দক্ষিণে অবস্থিত এবং দেশের অন্যতম বৃহত্তম এই বন্দর নগরীতে শুক্রবার কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিপাতের কারণে নগরীর ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণত এক বছরের সমান এই বৃষ্টিপাতের ফলে অসংখ্য পাড়া মহল্লা এবং রাস্তাঘাট দ্রুত পানিতে ডুবে গেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে মেয়র ফেদেরিকো সুসবিয়েলস বলেন, বন্যার ফলে ৪০০ মিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তিনি এঙ্-এ এক পোস্টে বলেন, বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি জানান। ইতিমধ্যে, এক এবং পাঁচ বছর বয়সী দুই বোনের নিখোঁজ হওয়ার ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। গতকাল কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে, নিখোঁজ মেয়েরা তাদের মায়ের সাথে একটি ভ্যানের ছাদে ছিল, ঠিক তখনই পানির ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়। তিনি রেডিও মিটার আউটলেটকে বলেন, ডুবুরিরা সেই এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে, যেখানে এক মিটারেরও বেশি পানি রয়ে গেছে। গত শুক্রবার ঝড়ের কারণে আশেপাশের উপকূলীয় এলাকার বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এক পর্যায়ে রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে যাওয়ার কারণে বাহিয়া ব্লাঙ্কোর নগর কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সরকার ১০ বিলিয়ন পেসোর জরুরি পুনর্গঠন সহায়তা অনুমোদন করেছেন। বাহিয়া ব্লাঙ্কা অতীতে আবহাওয়া-সম্পর্কিত দুর্যোগের সম্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে একটি ঝড়ের আঘাতে ১৩ জন প্রাণ হারায়। এর ফলে ঘরবাড়ি ধসে পড়ে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়।


এই বিভাগের আরো খবর