সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সভা

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশ গ্রহনে মহড়া অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানিল ঋতু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির।
মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, সিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।


এই বিভাগের আরো খবর