সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারি কর্মচারীদের কাজের হিসাব চাইলেন মাস্ক, না দিলেই বিদায়

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মার্কিন ফেডারেল সরকারের কর্মচারীদের কাছ থেকে কাজের হিসাব চেয়েছে ট্রাম্প প্রশাসন। গত শনিবার সন্ধ্যায় তাদের কাছে একটি ই-মেইল পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, তারা গত সপ্তাহে কী কাজ করেছেন, সেই হিসাব আগামীকাল সোমবারের মধ্যে দিতে হবে। ইলন মাস্ক ঘোষণা করেছেন, কেউ যদি ই-মেইলের জবাব না দেন তাহলে তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েএকটি পোস্ট দেয়ার কিছুক্ষণ পরই এই মেইল পাঠানো হয়। পোস্টে মাস্ক বলেন, “সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই-মেইল পাবেন যেখানে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন তা জানতে চাওয়া হবে। সেটা জানাতে কেউ ব্যর্থ হলে তা ওই কর্মচারির পদত্যাগ হিসেবে গণ্য করা হবে।”প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপ্যাক) বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই মাস্ক তার পোস্টটি করেন। যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীর সংখ্যা প্রায় ২৩ লাখ। শনিবার বিকেলে ওয়াশিংটনে সিপ্যাকের বার্ষিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা ফেডারেল কর্মীবাহিনী থেকে সমস্ত অপ্রয়োজনীয়, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত আমলাদের সরিয়ে দিচ্ছি। আমরা সরকারকে আরো ছোট, আরো দক্ষ করতে চাই। আমরা সেরা ব্যক্তিদের রাখতে চাই এবং আমরা সবচেয়ে খারাপ ব্যক্তিদেরও রাখতে যাচ্ছি না।” এরপরই ফেডারেল কর্মীদের কাছে কাজের হিসাব চেয়ে ইমেইল পাঠানোর তথ্য জানান মাস্ক। ই-মেইলে কর্মীদের পাঁচটি বুলেট পয়েন্টে তাদের গত সপ্তাহের কাজের সারসংক্ষেপ দিতে বলা হয়েছে। ই-মেইলটি অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের নতুন এইচআর ই-মেইল ঠিকানা থেকে এসেছে। সোমবার রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম) পর্যন্ত ই-মেইলের জবাব দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। তবে কোনো ফেডারেল কর্মচারী মাস্কের অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হলে তিনি কোন আইনি-ভিত্তিতে তাকে বরখাস্ত করবেন, তা স্পষ্ট নয়। আবার যেসব কর্মচারী বিধিমোতাবেক গোপনীয় কাজের বিবরণ দিতে পারেন না, তাদের ক্ষেত্রে কী হবে, তাুও পরিষ্কার নয়। ফেডারেল কর্মচারীদের প্রতিনিধিত্বকারী বৃহত্তম ইউনিয়ন আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ এই বার্তাটিকে ‘নিষ্ঠুর ও অসম্মানজনক’ বলে সমালোচনা করেছে এবং ফেডারেল কর্মচারীদের যেকোনো ‘বেআইনি ছাঁটাই’ চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে। ইউনিয়নের সভাপতি এভারেট কেলি এক বিবৃতিতে বলেছেন, “আবারো ইলন মাস্ক এবং ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মচারীদের এবং আমেরিকান জনগণকে তারা যে গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করে তার প্রতি তাদের চরম ঘৃণা প্রকাশ করেছে।” গতকাল রোববার সকালে মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এঙ্-এ লিখেছেন, “ইতিমধ্যেই প্রচুর সংখ্যক প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি আরো যোগ করেছেন, “এরা হলেন সেই ব্যক্তি যাদের পদোন্নতির জন্য বিবেচনা করা উচিত।” মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ফেডারেল সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য ইলন মাস্কের নেতৃত্বে নতুন দপ্তর ‘ডিওজিই’ চালু করেন ট্রাম্প। মাস্কের এই দপ্তর বিগত সপ্তাহগুলোতে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস), পেন্টাগন এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ ) এবং অন্যান্য সংস্থার হাজার হাজার সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে। ২০২২ সালে মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার (যেটি এখন ‘এঙ্’ নামে পরিচিত) অধিগ্রহণের পর সংস্থাটির কর্মীদের সঙ্গে যে ধরনের কঠোর আচরণ করেছিলেন, ঠিক একই আচরণ এবার দেখা গেল ফেডারেল কর্মীদের কাছে পাঠানো ই-মেইলেও। ট্রাম্প বরাবরই মাস্কের ফেডারেল কর্মী ছাঁটাই পদক্ষেপের প্রশংসা করে আসছেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, “মাস্ক ফেডারেল সরকারের আকার হ্রাস করার ক্ষেত্রে ‘দুর্দান্ত কাজ’ করছেন। কিন্তু এই প্রচেষ্টায় উনি আরো কঠোর হলে আমার ভালো লাগবে।’’


এই বিভাগের আরো খবর