সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউরোপকে ‘জেগে উঠতে’ হবে: গ্রিক প্রধানমন্ত্রী

প্রতিনিধি: / ৯১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস ইউরোপকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের উচিত নিজস্ব প্রতিরক্ষা নীতি গড়ে তোলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে আনা। গত বুধবার থেসালোনিকি শহরে এক ব্যবসায়িক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মিতসোটাকিসের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একনায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং কিয়েভকে তিন বছরের যুদ্ধ শুরু করার জন্য দায়ী করেছেন। এছাড়া, ট্রাম্প সতর্ক করে বলেছেন, জেলেনস্কিকে শান্তি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় ইউক্রেনের ভূ-খণ্ড হারানোর ঝুঁকি রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য দুই নেতার মধ্যে উত্তেজনা বাড়িয়েছে এবং ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে, গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন ছাড়াই শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ না থাকায় কিয়েভ এবং ইউরোপীয় মিত্ররা হতবাক হয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিতসোটাকিস তার বক্তব্যে ইউরোপের জন্য একটি স্বাধীন প্রতিরক্ষা নীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপকে অবশ্যই নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বিকাশ করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অত্যধিক নির্ভরতা কমাতে হবে। তার এই মন্তব্য এসেছে ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় নেতা এবং কানাডার সঙ্গে ফ্রান্সের দ্বিতীয় বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার পরপরই।
গ্রিক প্রধানমন্ত্রীর এই আহ্বান ইউরোপের সামনে একটি বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, ইউরোপকে এখনই সচেতন হতে হবে এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে হবে। তার মতে, ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা এবং বৈশ্বিক পরিসরে আরও স্বাধীন ভূমিকা পালন করা সময়ের দাবি।
মিতসোটাকিসের এই বক্তব্য ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নীতিনির্ধারণে নতুন দিকনির্দেশনা দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।


এই বিভাগের আরো খবর