সর্বশেষ :
ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজা থেকে চার জিম্মির মরদেহ ইসরায়েলে ফেরত

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে হামাসের হাতে জিম্মি থাকা চার ব্যক্তির মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ এই মরদেহগুলো গ্রহণ করে। নিহতদের মধ্যে রয়েছেন শিরি বিবাস ও তাঁর দুই শিশু সন্তান কেফির বিবাস এবং অ্যারিয়েল বিবাস। চতুর্থ ব্যক্তি ওদেদ লিফশিৎজ।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের কিবুতজ নির ওজ এলাকা থেকে হামাসের হামলার সময় বিবাস পরিবারকে অপহরণ করা হয়েছিল। সেই সময় কেফিরের বয়স ছিল মাত্র ৯ মাস। দীর্ঘদিন ধরে তাদের ভাগ্য অনিশ্চিত থাকলেও এবার হামাসের পক্ষ থেকে মরদেহ ফেরত দেওয়ার মাধ্যমে নিশ্চিত হলো তাদের করুণ পরিণতি।
হামাসের দাবি, ইসরায়েলের বিমান হামলায় এই চারজন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এতদিন আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। নিহতদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানা গেছে।
গাজা যুদ্ধবিরতির আওতায় কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে চুক্তি হয়, তার অংশ হিসেবে এই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল এবং বিপরীতে ইসরায়েল কারাবন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক ও শোকাবহ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আজ ইসরায়েল রাষ্ট্রের জন্য এক শোকের দিন।’
এদিকে, ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিম্মি হওয়া আরও বেশ কয়েকজনের ভাগ্য অনিশ্চিত রয়ে গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসের সঙ্গে সমঝোতার মাধ্যমে বাকি জিম্মিদেরও মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গাজার মানবিক সংকট আরও প্রকট হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধান আদৌ সম্ভব কি না, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে।


এই বিভাগের আরো খবর