সর্বশেষ :
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রেখা গুপ্ত দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রতিনিধি: / ৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী রেখা গুপ্ত। বৃহস্পতিবার দুপুর ১২টার পর আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ নেতারা।
রেখা গুপ্ত দিল্লির ইতিহাসে চতুর্থ নারী মুখ্যমন্ত্রী এবং বিজেপির হয়ে দ্বিতীয় নারী নেতা হিসেবে এই পদে আসীন হলেন। এর আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আম আদমি পার্টির (এএপি) আতিশি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২৭ বছর পর দিল্লিতে বিজেপি পুনরায় ক্ষমতায় ফিরে আসার মাধ্যমে রেখা গুপ্ত নতুন দিগন্তের সূচনা করলেন।
শালিমারবাগ আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমবার বিধায়ক হয়েছেন রেখা গুপ্ত। তবে তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘদিনের। ২০১৫ ও ২০২০ সালে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন আম আদমি পার্টির (আপ) প্রার্থী বন্দনা কুমারীর কাছে। কিন্তু এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।
রেখা গুপ্তের রাজনৈতিক যাত্রা শুরু হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন এবিভিপি থেকে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিজেপির নারী মোর্চার অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তের মনোনয়ন বিজেপির একটি কৌশলগত সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লিঙ্গ ভারসাম্য, সম্প্রদায়গত সমীকরণ এবং রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তাকে বেছে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বিজেপির জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
রেখা গুপ্ত শপথ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। দিল্লির উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং জনগণের আস্থা অটুট রাখবো।”
রেখা গুপ্তের মুখ্যমন্ত্রী হওয়া ভারতের নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় রচনা করেছে। এর আগে দিল্লিতে বিজেপির শেষ নারী মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, যিনি ১৯৯৮ সালে ৫২ দিনের জন্য এই পদে ছিলেন। বর্তমানে ভারতের একমাত্র নারী মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার দিল্লির ক্ষমতায় রেখা গুপ্ত আসীন হওয়ায় ভারতীয় রাজনীতিতে নারী নেতৃত্বের সংখ্যা আরও বৃদ্ধি পেলো।


এই বিভাগের আরো খবর