সর্বশেষ :
কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়োকালা পৌর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ৩১ জন। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। এদের মধ্যে ৪ শিশুও রয়েছে। গত সোমবার বাসচালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি প্রায় ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দুর্ঘটনাটি পোটোসি ও ওরুরো শহরের মধ্যবর্তী রাস্তায় ঘটেছে। পুলিশ কর্নেল ভিক্টর বেনাভিদেস জানিয়েছেন, এই পার্বত্য রুটটি বহু বাঁক ও খাড়া মোড়ে পূর্ণ, যা চালকদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল , যা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। বলিভিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।এটি এ বছর বলিভিয়ায় রিপোর্ট হওয়া সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। গত মাসেই পোটোসি শহরের কাছে আরেকটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়। দেশটির জনসংখ্যা প্রায় জনসংখ্যা প্রায় ১.২ কোটি। প্রতি বছর গড়ে দেশটিতে ১ হাজার ৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।


এই বিভাগের আরো খবর