সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রিন্স করিম আগা খান মিশরে চিরনিদ্রায় শায়িত

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর পাঁচ দিন পর বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা, বিলিয়নেয়ার উদ্যোক্তা, দানবীর প্রিন্স করিম আগা খানকে মিশরের আসওয়ান শহরে দাফন করা হয়েছে। প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ৫ জুলাই এক বিবৃতিতে তার মৃত্যুর খবর দেয়। ৮৮ বছর বয়সে পর্তুগালের লিসবনে মৃত্যুবরণ করেন তিনি। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। গত রোববার তার দাফনকার্য সম্পন্ন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রিন্স করিমকে মিসরের আসওয়ানে তার দাদা আগা খান তৃতীয়ের সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। নতুন সমাধি নির্মিত না হওয়া পর্যন্ত তার মৃতদেহ সেখানেই সমাহিত থাকবে। তার দাফন পুরোপুরি পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। এর আগে পর্তুগালের লিসবনের ইসমাইলি সেন্টারে তার জানাজার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা, ইসমাইলি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দাফনে শুধু নির্বাচিত লোকজন ছিলেন। তবে বিশ্বজুড়ে প্রয়াত নেতার অনুসারীদের জন্য অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা আগা খান ছিলেন ব্রিটিশ নাগরিক। ফ্রান্সের একটি প্রাসাদে তিনি বসবাস করতেন। পর্তুগালের লিসবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে চিরবিদায় নেন তিনি। মঙ্গলবার লিসবনে প্রিন্স করিমের জন্য বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে তার পুত্র এবং পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স রহিম আল-হুসেইনি উপস্থিত থাকবেন। এদিকে, ইসমাইলি মুসলমানদের বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত পাকিস্তানের গিলগিট-বালতিস্তানে টানা দ্বিতীয় দিনের মতো শোক পালন করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। আগা খানের দাতব্য সংস্থা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে শত শত হাসপাতাল পরিচালনার পাশাপাশি শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাকিস্তানে প্রায় পাঁচ লাখ ইসমাইলির বসবাস।এছাড়া ভারত, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন অংশে তাদের উপস্থিতি রয়েছে।


এই বিভাগের আরো খবর