শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগামী বৃহস্পতিবার গাজা প্রসঙ্গে মিসরে জরুরি আরব সম্মেলন

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : মিসর আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে। রোববার মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনে ফিলিস্তিনিদের জন্য ‘গুরুতর’ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখলের পর সেখানে ফিলিস্তিনিদের পুনর্বাসনের মাধ্যমে ‘মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত’ গড়ে তোলার প্রস্তাবকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক নিন্দার ঝড় উঠেছে। ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে ‘জরুরি আরব সম্মেলনের’ আয়োজন হচ্ছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মিসরের মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিন এ সম্মেলনের অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ পেয়ে মিসর আরব দেশগুলোর শীর্ষ পর্যায়গুলোর সঙ্গে ‘বিস্তারিত পরামর্শ করার পর’ এই সম্মেলনের ডাক দিয়েছে। আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রক্রিয়া সমন্বয় করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর