সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিনোদন: কোরিয়ান অভিনেত্রী লি জু-শিল, যিনি নেটফ্লিঙ্রে জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন, তিনি আর নেই। ৮১ বছর বয়সী এই অভিনেত্রী রোববার দক্ষিণ কোরিয়ার উইজংবু শহরে তার পরিবারের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লি জু-শিলের মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, গত নভেম্বর মাসে পাকস্থলীতে ক্যানসার ধরা পড়ে এবং চিকিৎসা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। মাত্র তিন মাসের মধ্যে ক্যানসারের কারণে তাঁর মৃত্যু হলো। ১৯৬৪ সালে অভিনয় জীবন শুরু করা লি জু-শিল থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশনে দীর্ঘ পঞ্চাশ বছরের ক্যারিয়ার গড়েছিলেন। তাঁর অভিনয়ের বৈচিত্র্য এবং দক্ষতার জন্য তিনি দর্শক শ্রদ্ধা অর্জন করেছিলেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত জম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’-এ তিনি সিওক-উর দাদীর চরিত্রে অভিনয় করেছিলেন, যা তাকে আরও পরিচিতি এনে দেয়। এছাড়া, তিনি ‘ডেথ অব এ সেলসম্যান’ ও ‘ম্যাকবেথ’ এর মতো প্রখ্যাত মঞ্চ নাটকে অভিনয় করে বড় নাম অর্জন করেছিলেন। তবে, তার জীবনের শেষ বড় কাজ ছিল ‘স্কুইড গেম’ সিরিজ, যেখানে তিনি পার্ক মাল-সুন চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিজে তাকে পুলিশ অফিসার হোয়াং জুন-হোর মা এবং হোয়াং ইন-হো এর সৎ মায়ের চরিত্রে দেখা গেছে, যা তাকে আরও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। অভিনেত্রীর শেষকৃত্য ৫ ফেব্রুয়ারি সিউলের শিনচন সেভেরেন্স হাসপাতালে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সহকর্মী এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর অবদান স্মরণ করেছেন। লী জু-শিলের মৃত্যু চলচ্চিত্র এবং থিয়েটারের জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে, তবে তাঁর কাজ এবং কৃতিত্বের মাধ্যমে তিনি দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবেন।


এই বিভাগের আরো খবর