বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়ায় বন্যায় নারীর প্রাণহানি, কুমির নিয়ে সতর্কবার্তা

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এক নারী রবিবার মারা গেছেন। নদীর পানি ঐতিহাসিক উচ্চতায় পৌঁছনোর কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের বন্যা প্রবণ এলাকা থেকে সরে যেতে এবং কুমিরের উপস্থিতির জন্য সতর্ক থাকতে বলেছেন। কুইন্সল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছু অংশে ২৪ ঘণ্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারি বৃষ্টি অব্যাহত থাকার কারণে প্রায় দুই লাখ বাসিন্দার শহর টাউনসভিল শহরের ছয়টি বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের রবিবার তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। শহরের দুর্যোগ ব্যবস্থাপনা দলের সমন্বয়ক জ্যাক ডাওস বলেছেন, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দুই হাজার ১০০টি বাড়ি খালি করার আদেশের আওতায় ছিল। কিন্তু ‘প্রায় ১০ শতাংশ’ মানুষ এই আদেশ উপেক্ষা করেছে বলেও তিনি জানান। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, নৌকার যাতায়াতের সময় রবিবার এক নারী মারা গেছেন। নৌকাটি কেয়ার্নস থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে ইনহামে ডুবে গিয়েছিল। এদিকে কুইন্সল্যান্ড পুলিশ সুপারিনটেনডেন্ট গ্রেম পেইন জানিয়েছেন, টাউনসভিলের জন্য পরবর্তী সময়গুলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হবে। বন্যার কারণে স্থানীয় বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এবং টাউনসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঐচ্ছিক সার্জারিগুলো স্থগিত করেছে। এ ছাড়া প্রায় ১০০টি বিদ্যালয় ‘শিক্ষার্থীদের জন্য অনিরাপদ’ বলে রাজ্য ঘোষণা করেছে। কুমির নিয়ে সতর্কবার্তা অন্যদিকে রাজ্যের প্রধান ডেভিড ক্রিসাফুলি আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন, যা ‘রেকর্ড বৃষ্টিপাত’ ঘটাতে পারে। তিনি বলেন, এই আবহাওয়ার পরিস্থিতি রাজ্য কখনো এর আগে এমন দেখেনি। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর সতর্ক করেছে, মানুষ যেন কুমিরের উপস্থিতির জন্য প্রস্তুত থাকে, যারা ‘শান্ত জলাশয়ের খোঁজে’ চলাফেরা করতে পারে। অধিদপ্তর আরো বলেছে, ‘কুইন্সল্যান্ডের উত্তর ও দূরবর্তী উত্তরাঞ্চলের সব জলপথে কুমিরের উপস্থিতি প্রত্যাশা করুন, এমনকি যদি সেখানে কোনো সতর্কতামূলক চিহ্ন নাও থাকে।’ ভারি বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, কিছু অঞ্চলে ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। গবেষকরা বারবার সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তন দাবানল, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর