সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেট বেকিনসেল যৌন হেনস্তার স্বীকার হয়েছিলেন

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

আন্ডারওয়ার্ল্ড সিনেমার তারকা কেট বেকিনসেল। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শুটিং সেটে যৌন হয়রানির ভীতিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। স¤প্রতি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার পরিচালক এবং সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে অভিনেত্রী বেøক লাইভলির যৌন হয়রানির অভিযোগের প্রতিক্রিয়া দেখে উৎসাহিত হয়ে কেট এই ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে বেকিনসেল জানান, তিনি লাইভলির প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি এই বিষয়টি সামনে নিয়ে আসার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে এটি একটি পুরনো সমস্যা। এটি এখনো অব্যাহত রয়েছে। বেকিনসেল তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, একবার তিনি একটি সিনেমার সেটে ‘কান্ট’ নামে সম্বোধিত হন। কারণ তিনি এক পুরুষ সহ-অভিনেতাকে সমালোচনা করেছিলেন। ওই অভিনেতা প্রতিদিন সেটে মদ্যপ অবস্থায় আসতেন। তিনি বলেন, ‘ও সে সময় কিছু ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। আমি তার প্রতি সহানুভ‚তি দেখাই। কিন্তু আমি এবং ক্রু সদস্যরা প্রতিদিন ছয় ঘণ্টা অপেক্ষা করতাম তার জন্য। সে ছিল নেশায় আসক্ত। তার সংলাপগুলো আয়ত্ব করতে সময় লেগে যেত। তার জন্য আমার শিডিউল দীর্ঘ হয়ে যেত। কোনো সন্ধ্যাতেই আমি আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে পারতাম না। বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করায় সে ক্ষেপে গিয়েছিল। আমাকে অবজ্ঞা ও নোংরা ভাষায় সম্বোধন করা হয়।’ তিনি আরও জানান, দুটি সিনেমার সেটে তাকে কঠোর ডায়েট এবং ব্যায়াম করতে বাধ্য করা হয়েছিল। যার কারণে তার মাসিক বন্ধ হয়ে যায়। এছাড়াও একটি অ্যাকশন সিনেমার শুটিংয়ের সময় তার সহ-অভিনেতা তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। তার প্রতিবাদ করতে গেলে সেটে তাকে বয়কট করা হয়। কেট বেকিনসেল আরও শেয়ার করেছেন, ‘আমার তখন মিসক্যারেজ হয়েছিল। তার পরের দিনই আমাকে একটি ফটোশুটে অংশ নিতে বাধ্য করেছিলেন এক প্রকাশক। আমি যেতে রাজি ছিলাম না, কারণ আমার রক্তপাত হচ্ছিল। কিন্তু সেই প্রকাশক আমাকে মামলার হুমকি দিয়েছিলেন। শিল্পী তো দূর, একজন নারীর প্রতিও তিনি সম্মান দেখাননি।’ বেকিনসেল আরও জানান, ১৮ বছর বয়সে একটি ক্রু সদস্য তাকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। তিনি ঘটনাটি তার সহ-অভিনেত্রীদের জানালে তারা পাত্তা দেননি। এমন ভাব করছিলেন যেন সেটাই নিয়ম। তিনি জানান, ‘নারী শিল্পীদের প্রতি এমন অসম্মান চিরকাল ধরেই যেন চলতে থাকবে। আমি ৪৭ মিলিয়ন গল্পকে উদাহরণ হিসেবে টানতে পারি। আমি বেøক লাইভলির প্রতি কৃতজ্ঞ, যিনি এই বিষয়টি সামনে এনেছেন। তার জন্য আজ নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।’


এই বিভাগের আরো খবর