সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সনিক এখন বাংলাদেশে

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

অভিভাবকের তত্ত্বাবধানে দেখা হয় যেসব ছবি সেগুলোকে বলে প্যারেন্টাল গাইডেন্স বা পিজি মুভি। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই তালিকার ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ ছবিটি সেরা ওপেনিংয়ের শীর্ষে রয়েছে। এরপরেই ‘সনিক দ্য হেজহগ ৩’ ছবির স্থান। এটি ওপেনিংয়ে ৬২ মিলিয়ন ডলার আয় করেছে বলে দাবি করেছে হলিউড রিপোর্টার। সেই ছবিটি এবার মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সনিক দ্য হেজহগ ৩’। এটি সনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সনিক দ্য হেজহগ ২’-এর সিক্যুয়েল। প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়। প্রথম দু’টি ছবির সাফল্যের পথ ধরে এবার আসছে তৃতীয় ছবি। এবারের ছবিটিও পরিচালনা করেছেন আগের দু’টি ছবির পরিচালক জেফ ফাউলার। সনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নাকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিন ও’শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি। পূর্ববর্তী দুই ছবির সাফল্যের পথ ধরে এই ছবিটিও আশা জাগিয়েছে দর্শকদের মাঝে। স¤প্রতি আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। আগের সিনেমার ইঙ্গিত অনুসারে সনিক, টেইলস, এবং নাকলস এবার নতুন এক শত্রæর বিরুদ্ধে লড়বে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শ্যাডোর পরিচয় এবং তার উদ্দেশ্য সিনেমার মূল আকর্ষণ হতে পারে। শ্যাডো চরিত্রটি সনিকের পুরোপুরি বিপরীত। যেখানে সনিক পরিবার ও বন্ধুত্ব পেয়েছে, শ্যাডো পেয়েছে কেবল দুঃখ ও ক্ষতি। ট্রেলারে শ্যাডো এবং সনিকের মুখোমুখি হওয়ার দৃশ্য, নাকলসের অ্যাকশন এবং চমৎকার অ্যানিমেশন প্রদর্শিত হয়েছে।


এই বিভাগের আরো খবর