সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রিচি সোলায়মান নতুন পরিচয়ে

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। ক্যারিয়ারে অসংখ্য নাটক উপহার দিয়েছেন তিনি। বিয়ের পর শোবিজ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। এখন স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত থাকেন তিনি। তবে অভিনয়ে অনিয়মিত হলেও নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন রিচি। এবার উদ্যোক্তার হিসেবে নাম লেখালেন অভিনেত্রী। রাজধানীর উত্তরায় একটি বিউটি স্যালুন চালু করেছেন রিচি। প্রতিষ্ঠানটি উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত। আপাতত নিজের ব্যবসা প্রতিষ্ঠান মন দিয়ে পরিচালনা করতে চান বলে জানান অভিনেত্রী। গণমাধ্যমে এ প্রসঙ্গে রিচি বলেন, এই যাত্রা শুরু করতে পেরে ভীষণ ভালো লাগছে। সেই ভালো লাগাটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ আমার জীবনে আমি যখনই যে কাজটা করেছি, তা ভালোবেসেই করেছি। খুবই নিবেদিত থেকে করেছি। তিনি আরও বলেন, আমি যখন অভিনয় করেছি, আন্তরিক ও নিবেদিত প্রাণ হিসেবেই করেছি। যখন আমি মা হয়েছি, তখন বাচ্চাদের লালন–পালন ছাড়া বাকি সব বন্ধ করে দিয়েছি। কারণ তখন আমি খুব ভালো একজন মা হতে চেয়েছি। এখন যেহেতু অভিনয় কম করছি, ভাবলাম নতুন কিছু করি, যেটা নিয়ে আমি ব্যস্ত থাকব। সে জায়গা থেকে মনে হলো, আমি যদি বিউটি স্যালুনজাতীয় কিছু একটা করি, সেখানে আমি উদ্যোক্তা তো হবোই, সামাজিকভাবেও কিছুটা অবদান রাখতে পারব। উদ্যোক্ত হওয়ার মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন উল্লেখ করে রিচি বলেন, আমার সঙ্গে এই প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করবেন। এই নারীরা তাদের পরিবারকে সাপোর্ট করবেন। এটা যত বড় হবে, ততই সবারই সুবিধা হবে। আরো বেশি কর্মসংস্থান হবে। তত বেশি পরিবারও এই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হবে। প্রসঙ্গত, ১৯৮৯ সালে বিটিভিতে প্রচারিত ‘ইতি আমার বোন’নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন রিচি। এরপর অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তার। ২০০৮ সালের ২৮ ফেব্রæয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেকুর রহমান মালিককে বিয়ে করেন রিচি। অভিনেত্রীর স্বামী নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত।

 


এই বিভাগের আরো খবর