সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুপারম্যানকে নিয়ে ফিরছে ডিসি ইউনিভার্স

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বিনোদন: শেষের দিকে ২০২৪ সাল। বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের চোখ এখন নতুন বছরের দিকে। বিশেষ করে হলিউডপ্রেমীদের। নতুন বছরে আসছে বেশ কিছু ধামাকার সিনেমা। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও একের পর এক ঘোষণা দিয়ে চলছে। তবে যতগুলো নাম নিয়ে ভক্তদের আগ্রহের পারদ তুঙ্গে, সে তালিকায় প্রথম দিকেই রয়েছে ‘সুপারম্যান’। চিরচেনা সুপারম্যানকে নিয়ে বঙ্ অফিসে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে ডিসি ইউনিভার্স। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জেমস গান পরিচালিত সিনেমাটির ট্রেলার। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। ট্রেলারে দেখা যায়, বরফে ঢাকা স্থানে সুপারম্যান এসে পড়েন এবং ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’ তাকে পুনর্জীবিত করে। ধারণা করা হচ্ছে, ক্রিপ্টো দর্শকের প্রিয় চরিত্র হয়ে উঠবে। ২ মিনিটের ট্রেলারে নতুন লোইস লেন হিসেবে র‌্যাচেল ব্রসনাহান ও খলনায়ক লেঙ্ লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে দেখা গেছে। ২০২২ সালে গান ও প্রযোজক পিটার সাফরান স্টুডিওর দায়িত্ব নেন। সে জন্য সুপারম্যানকে ডিসির স্টুডিওর জন্য বিশেষ সিনেমা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ২০২৩ সালে তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা তুলে ধরার পর গানের এ মুভি সামনে এলো; যা মূলত ‘সুপারম্যান : লেগেসি’ নামে পরিচিত। সিনেমাটি মূলত ‘চ্যাপ্টার ওয়ান : গডস অ্যান্ড মনস্টারস’ নামে একটি সিরিজের প্রথম পর্ব বলে বিবেচিত হবে। সে সিরিজে সুপারগার্ল, ক্লেফেস ও সোয়াম্প থিংয়ের ওপর ভিত্তি করেও কয়েকটি সিনেমা অন্তর্ভুক্ত থাকবে। এর আগে হেনরি ক্যাভিল ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ ও এর স্পিন-অফ সিনেমাগুলোয় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গান ও স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটও চরিত্রটিকে নিজের করে নিয়েছেন। ডিসি স্টুডিওর সামপ্রতিক সিনেমাগুলো বড় সাফল্য আনতে পারেনি। ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ও ‘জোকার: ফোলি আ দ্যু’ সিনেমাগুলো উত্তর আমেরিকার বঙ্ অফিসে প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হয়েছে। তবে সুপারম্যান সাফল্যের সম্ভাবনা রাখে। জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা সুপারহিরোর কল্পনাপ্রধান জগৎকে বাস্তবের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে। গান জানিয়েছেন, সিনেমাটিতে ব্যাপক অ্যাকশন থাকবে। সব মিলিয়ে এটি ডিসির ফিরে আসার জন্য একটা সুযোগ তৈরি করবে। সিনেমাটি অস্ট্রেলিয়ায় আগামী ১০ জুলাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আগামী ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর