সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আসছে উইকেডের সিক্যুয়েল

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বেশ প্রত্যাশা নিয়েই মুক্তি পেয়েছিল ‘উইকেড’। মিউজিক্যাল ফ্লেভারে নির্মিত এই সিনেমা বক্স অফিসে সেই প্রত্যাশা ধরে রাখতে পেরেছে। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে মুক্তি পাবার পর এটি এখন পর্যন্ত বেশ মোটা অংকের টাকা আয় করেছে। ভ্যারাইটির রিপোর্ট অনুযায়ী, উপন্যাসের গল্প অবলম্বনে নির্মাণ হওয়া ‘উইকেড’ সিনেমা বিশ্বব্যাপী ৫২৪ মিলিয়ন ডলার আয় করেছে। এরমধ্যে ৩৫৯ মিলিয়ন এসেছে শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডার আঞ্চলিক বক্স অফিস থেকে। এই বিশাল সাফল্য ‘উইকেড’ সিনেমার জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সিনেমাটির মুক্তির পর এটি বিশ্বজুড়ে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে এবং তার অনুরাগীদের মধ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তারই প্রেরণায় এবার এ ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণাও এসে গেল। হলিউডভিত্তিক গণমাধ্যমগুলোতে বলাপ হয়েছে, আগামী বছরই মুক্তি পাবে ‘উইকেড ২’। ছবির নতুন শিরোনামও ঘোষণা করা হয়েছে। এটি মুক্তি পাবে ‘উইকেড : দ্য আনটোল্ড স্টোরি অব দ্য উইচেস অব ওজ’ নামে। ‘উইকেড’ মুক্তির পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো সিক্যুয়েলের। অবশেষে তা সত্যি হলো। নতুন গল্পে এলফাবা ও গ্লিন্ডার চরিত্রগুলোর গভীরতা আরও ভালোভাবে পর্দায় তুলে ধরা হবে। এতে অজের পশ্চিম সীমান্তে এলফাবা কীভাবে এক ভয়ঙ্কর জাদুকর হয়ে ওঠে সেই গল্প আসবে। পাশাপাশি গ্লিন্ডারের ভালো জাদুকর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রসঙ্গগুলো বিস্তারিতভাবে দেখানো হবে। এই ছবিতেও প্রথম পর্বের মতো এলফাবা চরিত্রে অভিনয় করবেন সিনথিয়া এরিভো এবং গ্লিন্ডা চরিত্রে দেখা যাবে অ্যারিয়ানা গ্র্যান্ডেকে। এই সিক্যুয়েলের ঘোষণা ভক্তদের মধ্যে নতুন এক উত্তেজনা সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে জনপ্রিয়তা ও ব্যবসার দিক থেকে প্রথম পর্বকেও ছাড়িয়ে যাবে ‘উইকেড ২’। শিগগিরই এ ছবির কাস্ট, গল্প এবং মুক্তির তারিখ নিয়ে বিস্তারিত জানানো হবে।


এই বিভাগের আরো খবর