সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আনুশকা বলিউড পেরিয়ে এবার কোরিয়ান সিনেমায়

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিনোদন: ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল প্রতিভাবান বলিউড সুন্দরী আনুশকা সেনের। মিউজিক ভিডিও থেকে শুরু করে সিরিজ, সবকিছুতেই তিনি তার বহুমুখিতার প্রমাণ করেছেন। বলিউড পেরিয়ে এবার তার অভিষেক হতে যাচ্ছে কোরিয়ায়। ‘এশিয়া’ সিনেমার মাধ্যমে কোরিয়ান সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। কোরিয়া ট্যুরিজম ফিয়েস্তায় ইটাইমসের সঙ্গে কোরিয়ান সিনেমায় অভিনয়সহ নানা বিষয়ে কথা বলেন আনুশকা। একান্ত সাক্ষাৎকারে জনপ্রিয়তার শীর্ষে থেকেও কোরিয়ান নাটকে নিজের অবস্থান হারানোর বিষয়েও মুখ খোলেন এ অভিনেত্রী। হাসতে হাসতে তিনি বলেন, এর অন্যতম কারণ ‘কভিড!’ আনুশকা সেন বলেন, ‘কভিডের সময়টা খুব কঠিন ছিল, আমি খুবই অসহায় বোধ করেছিলাম। তখন কী করব তা আমি জানতাম না। একমাত্র সান্ত¡না ছিল শাহরুখ খানের সিনেমা, যা আমি ৫০ বার দেখেছি, সেগুলোই বারবার দেখেছি।’ ‘কিন্তু তারপর আমি নতুন এবং ভিন্ন কিছু করতে চেয়েছিলাম। তখনই আমি কে-ড্রামা আবিষ্কার করি এবং আমার জীবন বদলে যায়। তখন থেকেই আমি কোরিয়ান সিনেমায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম,’ বলেন এ অভিনেত্রী। কে-ড্রামা দেখা থেকে শুরু করে কোরিয়ান সিনেমায় কাজ করা, আনুশকা সেন অনেকটা পথ পেরিয়ে এসেছেন। এসব সিনেমায় অভিনেত্রীকে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স করতে দেখা যায়। যেখানে অ্যাকশন, সেখানেই ইনজুরি। এমন কোনো অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছেন কি না জানতে চাইলে আনুশকা বলেন, ‘আমি খুব আনাড়ি এবং অবশ্যই কষ্ট হয়। তবে এখন আর সেটি অনুভব করি না। কারণ, একজন অভিনেত্রী হিসেবে সুযোগের অপেক্ষায় থাকা উচিত। শুধু নিজেকে প্রমাণ করার সুযোগ চাইবেন। আমি সুযোগ পেয়েছি এবং এটাই আমার লক্ষ্য ছিল।’ ‘এশিয়া’তে অভিনয় করতে গিয়ে কোরিয়ান সহশিল্পীদের কী কী শেখাচ্ছেন এমন প্রশ্নে আনুশকা জানান, ‘আমি শুধু তাদের মাথায় ভারত, দিল্লি, মুম্বাই ভ্রমণ এবং বাটার চিকেন, রাজমা চাওয়াল, পানিপুরি খাওয়ার ধারণা ঢুকিয়ে দিচ্ছি। এ ছাড়া তারা নমস্তে জানে, তাই আমি তাদের আরও হিন্দি শব্দ শেখানোর চেষ্টা করছি।’ ‘তারাও আমাকে সুন্দর কোরিয়ান শব্দ এবং তাদের খাবার সম্পর্কে বলে। আমি এটি পছন্দ করি। কোরিয়ান খাবার আইকনিক,’ বলেন আনুশকা। আনুশকা সেনের কোরিয়ান সিনেমা ‘এশিয়া’র প্রথম শিডিউল শেষ হয়েছে। তবে এর মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


এই বিভাগের আরো খবর