রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস দুর্ঘটনায় থাইল্যান্ডে ২২ শিশু নিহতের শঙ্কা

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিদেশ : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ২৫ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার বাসটির চাকা বিস্ফোরিত হয়ে হঠাৎ আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত বা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেছেন, ১৬ শিশু ও ৩ শিক্ষক বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ২২ শিশু ও ৩ শিক্ষক। তারা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা। তিনি বলেছেন, শিক্ষার্থীরা রাজধানী থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে উথাই থানি প্রদেশ থেকে এক সফর শেষে ফিরছিল। পুলিশ জানিয়েছে, বাসে থাকা শিক্ষার্থীদের বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে। বাস থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুন নেভার পরও বাসটিতে প্রচÐ তাপ থাকায় উদ্ধারকর্মীরা ভেতরে যেওতে পারেনি। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করা ছবিতে দেখা গেছে, বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। পরিবহনমন্ত্রী সুরিয়াহে জুয়াংরুংরুয়াংকিট জানিয়েছেন, বাসটি সংকুচিত প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ধরনের জ¦ালানির ব্যবহার বন্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন তিনি। থাইল্যান্ডে খারাপ সড়ক, অনিরাপদ যানবাহন এবং নিয়ন্ত্রণহীন চালনার জন্য প্রতি বছর অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারায়।


এই বিভাগের আরো খবর