বেতাগায় পার্টনার ফিল্ড স্কুল-উত্তম কৃষি চর্চা ( GAP) ও কৃষক সেবা কেন্দ্রে প্রশিক্ষন শেষে কৃষকদের মাঝে সনদ প্রদান
প্রতিনিধি:
/ ১৯২
দেখেছেন:
পাবলিশ:
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
শেয়ার করুন
ফকিরহাট প্রতিনিধি: প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ( পার্টনার) কৃষি সম্প্রসার অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় বেতাগায় পার্টনার ফিল্ড স্কুল-উত্তম কৃষি চর্চা ( GAP) ও কৃষক সেবা কেন্দ্র প্রশিক্ষন শেষে কৃষকদের মাঝে নগদ টাকা ও সনদ প্রদান করা হয়েছে।
1-4480×2038-4-0#
উক্ত সমাপনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি সিনিয়র কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন,উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন,
বেতাগা ব্লকের উপসহকারী প্রদীপ কুমার মন্ডল,বিপুল পাল প্রমুখ। এসময় ২৫ জন কৃষকদের ১০ দিন প্রশিক্ষন শেষে প্রতি কৃষককে নগদ ২ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়েছে।