রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তুরস্ক গাজা ও ইউক্রেন সংঘাত প্রসঙ্গে যে বার্তা দিল

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ জুন, ২০২৪

বিদেশ : বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজের জাত চেনাতে উঠেপড়ে লেগেছে তুরস্ক। এদিকে ইউক্রেন ও গাজায় চলমান সশস্ত্র সংঘাতে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে হুশিয়ার করেছে তুরস্ক। দেশটির শীর্ষ ক‚টনীতিক বিশ্ব স¤প্রদায়কে অনতিবিলম্বে এই দুটি সংঘাতের যুদ্ধবিরতি কার্যকরের দায়িত্ব নেয়ার ওপর জোর দিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে। আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধের পরিসমাপ্তি টানা দরকার। আমাদের এই অঞ্চলে শান্তি ও স্থিতি দরকার। মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হেন লিপাভেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুই ক‚টনীতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেন।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ভ‚খÐগত সংহতিতে বিশ্বাসী। এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ছে। এই যুদ্ধ শুধু দুটি ভুখÐেই সীমিত থাকছে না। বৈশ্বিক ঝুঁকি বাড়াচ্ছে। এরদোগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক সেটিই চাওয়া তুরস্কের। সেটি মধ্যপ্রাচ্যের হোক কিংবা উত্তরাঞ্চলের হোক।

 


এই বিভাগের আরো খবর