• রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৫৩
সর্বশেষ :
সুন্দরবনের ড্রেনের সিলা এলাকায় আগুন পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করলেন শুকুরুজ্জামান হামাসের প্রতিনিধিদল কায়রো সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে দমন-পীড়নে দুর্বল হয়ে পড়ছে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ গ্রামে ঢুকে বন্দুক হামলা, নাইজেরিয়ায় ২৫ বাসিন্দা নিহত পাকিস্তানে ‘সবচেয়ে আর্দ্র এপ্রিল’ রেকর্ড ৬৩ বছরের মধ্যে কঙ্গোতে জোড়া বোমা বিস্ফোরণে ডিআর শিশুসহ নিহত ১২ কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার নিজ্জার হত্যার অভিযোগে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ হলো

যুক্তরাষ্ট্রের জিন্নাত বাংলাদেশকে সোনা এনে দিলেন

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের বক্সার জিন্নাত ফেরদৌস আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতেছেন। দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ ইন্টারন্যাশনাল বক্সিংয়ে মঙ্গলবার এই সাফল্য পান তিনি। ইভেন্টের ফাইনালে ইথিওপিয়ান প্রতিদ্বন্দিকে হারিয়ে মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জেতেন জিন্নাত। যুক্তরাষ্ট্রেই বক্সিং শিখেছেন জিন্নাত এবং সেখানেই নিজেকে তৈরি করেছেন। তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি। বাংলাদেশ বক্সিং ফেডারেশন তাকে বাংলাদেশি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন। গত বছর সেপ্টেম্বরে চীনের হাংঝু এশিয়ান গেমসেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন জিন্নাত। কিন্তু দেশের প্রত্যাশা পূরণ করতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে মঙ্গোলিয়ান প্রতিদ্ব›দ্বীর কাছে হেরে বিদায় নেন। জিন্নাতসহ চার বাংলাদেশি বক্সার সেলিম হোসেন, আবু তালহা ও হোসেন আলী আগামী মাসে থাইল্যান্ডে অলিম্পিকস কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবেন। হাংঝু জিমনেসিয়ামে গত বছর প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিন্নাত। ম্যাচ হেরে কষ্ট পেয়েছিলেন। ভবিষ্যতে আরও ভালোভাবে তৈরি হয়ে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। জিন্নাত আগামী বছর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখার কথা জানান ওই সময়, ‘চেষ্টা করেছি, হয়নি। বাংলাদেশের হয়ে খেলেছি, ভালো লাগছে। সামনের দিকেও দেশের হয়ে খেলতে চাই।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com