• রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৪১
সর্বশেষ :
সুন্দরবনের ড্রেনের সিলা এলাকায় আগুন পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করলেন শুকুরুজ্জামান হামাসের প্রতিনিধিদল কায়রো সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে দমন-পীড়নে দুর্বল হয়ে পড়ছে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ গ্রামে ঢুকে বন্দুক হামলা, নাইজেরিয়ায় ২৫ বাসিন্দা নিহত পাকিস্তানে ‘সবচেয়ে আর্দ্র এপ্রিল’ রেকর্ড ৬৩ বছরের মধ্যে কঙ্গোতে জোড়া বোমা বিস্ফোরণে ডিআর শিশুসহ নিহত ১২ কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার নিজ্জার হত্যার অভিযোগে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ হলো

মুশতাক রহস্যময়ী স্পিনারের সন্ধানে

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: টাইগারদের সঙ্গে গেল নভেম্বরে লঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি শেষ হয়। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ক্রিকেট বোর্ড। এরপর গেল সপ্তাহে বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে সাবেক পাকিস্তানি কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদকে যুক্ত করার ঘোষণা দেয় বিসিবি। দায়িত্ব পেয়েই গত পরশু ঢাকায় পা রাখেন তিনি। এরপর মঙ্গলবার আসেন শের-ই-বাংলা স্টেডিয়ামে অর্থাৎ নিজের কর্মস্থলে। সেখানেই বিসিবি তাকে অভ্যর্থনা জানায়। পরে ক্রিকেট বোর্ডের এক ভিডিও বার্তায় টাইগারদের কোচ হিসেবে যুক্ত হওয়ার অনুভ‚তি জানাতে দেখা যায় পাকিস্তানি এই কিংবদন্তি স্পিনারকে। পাশাপাশি জানান, এখানে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। ভিডিও বার্তায় টাইগারদের কোচ হওয়ার অনুভ‚তি জানিয়ে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য খুবই সম্মানের বিষয়। এখন আমি সামনের দিকে তাকিয়ে আছি। আমার মনে আছে, আমি ১৯৯২ সালে যখন আমরা বিশ্বকাপ জিতলাম তখন ১৯৯৩ থেকে ১৯৯৪ সালের পরে দলের অংশ হয়ে এখানে এসেছিলাম। বাংলাদেশে এসে সবসময়ই আমার ভালো লাগে। এখানকার স্থানীয় মানুষ পাকিস্তানের ক্রিকেটের দারুণ ভক্ত। সুতরাং, আমরা এখানে দারুণ উপভোগ করতাম। বিশেষ করে এখানকার মানুষের আতিথেয়তা খুবই সুন্দর। আমরা বাংলাদেশের খাবার থেকে শুরু করে সবকিছুই পছন্দ করি।’ এসময় মুশতাক টাইগাররা বেশ চৌকশ দল হিসেবেই ব্যাখ্যা দেন। তার মতে, যে কোনো দলকেই তাদের চ্যালেঞ্জ করার সামর্থ্য আছে। এ ছাড়া এই দলকে আরো শক্তিশালী করতে তিনি দেশের বিভিন্ন ক্লাব এবং পাইপ লাইন থেকে সম্ভাব্য রসহ্যময়ী স্পিনারদের বের করে আনতেও কাজ করবেন বলে জানান। বলেন, ‘আমি বিশ্বাস করি, দলটি খুবই মেধাবী এবং তারা যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে। এশিয়ান ক্রিকেটাররা ক্লাবগুলোতে খেলে। সেখানে তারা নেটে অনুশীলন করে। লেগস্পিনার, রহস্যময়ী স্পিনার (মিস্ট্রি স্পিনার), চায়নাম্যানদের সঙ্গে বিসিবির মাধ্যমে একটা যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করব। আমরা এখানে প্রচুর ক্লাব ক্রিকেট কোচ, প্রথম শ্রেণির কোচদের সঙ্গে সাক্ষাৎ করতে পারব। তাদের মাধ্যমে ভালো ভালো লেগস্পিনার ও চায়নাম্যানদের বের করে আনতে পারব। সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারগুলোতে স্পিনারদের ভীষণ দরকার, তারা তখন উইকেট এনে দিতে পারে। সেই জায়গাতে রসহ্যময়ী স্পিনার ভীষণ জরুরি। সবার সঙ্গে মিলে আমরা সেটি বের করে আনতে পারব।’ মঙ্গলবার মিরপুরে এসে ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে সৌজন্য আলাপের পর তাকে জড়িয়ে ধরতে দেখা যায় মুশতাককে। ঘুরে দেখেন হোম অব ক্রিকেটও। প্রধান কোচ চÐিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করতে দেখা যায় তাকে। এ ছাড়া টাইগার ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের অনুশীলন কিট মুশতাকের হাতে তুলে দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com