• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন এর আয়োজনে আজ ৫ই জুন সকাল ৯ টায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ খালিদ হোসেন, জেলা প্রশাসক, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. রাসেলুর রহমান। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা আওয়ামীলীগ,  বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আবদুল বাকী । স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান সরকার, উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা। সভায় সভাপতিত্ব করেন জনাব অরবিন্দ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাগেরহাট। এ সময় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com