সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিং উইন্ডিজের নেতৃত্ব পেলেন

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ মে, ২০২৪

স্পোর্টস: মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজটির আয়োজন। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডের প্রায় অর্ধেক ক্রিকেটারই নেই এখানে। আইপিএলে ব্যস্ত থাকায় কিংবা ফেরার পর বিশ্রাম পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল ও সহ-অধিনায়ক আলজারি জোসেফসহ সাত ক্রিকেটার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিতে তাই দলকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। নেপালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ঐতিহাসিক সফরে নেতৃত্ব দেওয়ার কথা ছিল কিংয়ের। তবে চোটের কারণে শেষ মুহূর্তে এই ওপেনার ছিটকে গেলে সেই দায়িত্ব পালন করেন অলরাউন্ডার রোস্টন চেইস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে আছেন চেইসও। তবে চোট কাটিয়ে ফিরে নেতৃত্ব পেলেন সেই কিং। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডের পাঁচ ক্রিকেটার এই সময়টায় ব্যস্ত থাকবেন আইপিএলের প্লে অফে। অধিনায়ক পাওয়েল ও শিমরন হেটমায়ার আছেন রাজস্থান রয়্যালসে, সহ-অধিনায়ক জোসেফ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, আন্দ্রে রাসেল ও শেরফেন রাদারফোর্ড কলকাতা নাইট রাইডার্সে। জোসেফ ও রাদারফোর্ডের দল ফাইনালে না উঠলে তারা দেশে ফিরে যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে। অন্য তিনজনের দল্য ফাইনালে না উঠলে তারা পাবেন বিশ্রাম। লাক্ষ্নৌ সুপার জায়ান্টসে খেলা নিকোলাস পুরান ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা শেই হোপ বিশ্রাম পেয়েছেন লম্বা আইপিএল মৌসুম শেষে। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া শামার জোসেফ আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটিতে। টেস্ট ক্রিকেটে আবির্ভাবেই ঝড় তোলা ফাস্ট বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে এই সিরিজ দিয়েই। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া উল্লেখযোগ্য দুই ক্রিকেট কাইল মেয়ার্স ও ম্যাথু ফোর্ডকে রাখা হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে। রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলের সঙ্গে থাকার হাতছানি এখনও আছে তাদের সামনে। পারফরম্যান্স দিয়ে সেই দাবি জানানোর সুযোগ পাচ্ছেন তারা। জ্যামাইকায় সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী শুক্রবার, রোববার ও সোমবার। এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেট হবে স্যাবাইনা পার্কে।
ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রোস্টন চেইস, আলিক আথানেজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।


এই বিভাগের আরো খবর