• রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:৫১
সর্বশেষ :
সুন্দরবনের ড্রেনের সিলা এলাকায় আগুন পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করলেন শুকুরুজ্জামান হামাসের প্রতিনিধিদল কায়রো সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে দমন-পীড়নে দুর্বল হয়ে পড়ছে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ গ্রামে ঢুকে বন্দুক হামলা, নাইজেরিয়ায় ২৫ বাসিন্দা নিহত পাকিস্তানে ‘সবচেয়ে আর্দ্র এপ্রিল’ রেকর্ড ৬৩ বছরের মধ্যে কঙ্গোতে জোড়া বোমা বিস্ফোরণে ডিআর শিশুসহ নিহত ১২ কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার নিজ্জার হত্যার অভিযোগে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ হলো

৭ বছর পর রায় ‘জাবরা ফ্যান’ নিয়ে

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বিনোদন: যশরাজ ফিল্মসের ‘ফ্যান’ সিনেমায় ‘জাবরা ফ্যান’ গানটি না থাকায় প্রেক্ষাগৃহ থেকে ক্ষোভ প্রকাশ করে ভক্ত আফরিন ফতিমা জায়দি। অভিযোগ করেন ‘জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন’-এ। এর প্রতিউত্তরে সিনেমাটির প্রযোজনা সংস্থা মামলা ঠুকে দেন আদালতে। সাত বছর পর সুপ্রিম কোর্ট সে মামলার রায় দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সুপ্রীম কোর্ট ভক্তের সে মামলার রায় প্রকাশ করেন সোমবার। তবে গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তে শুরু করে ২৩ এপ্রিল থেকে। সাত বছর আগে সিনেমাটি দেখে ‘জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন’-এ আফরিন অভিযোগ করেন, ‘ফ্যান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘জাবরা ফ্যান’ গানটি নেটদুনিয়া আর টেলিভিশনে রিলিজ হয়। অথচ মুক্তিপ্রাপ্ত সিনেমায় এ গান ছিল না। এ কারণে দর্শক আর ভক্তরা প্রতারিত হয়েছেন সিনেমাটি দেখে। আফরিনের আরও অভিযোগ, ওই গানটির আশায় সন্তানদের নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। আর সিনেমাতে সে গানটিই নেই। শুধু প্রাপ্ত বয়স্করা নয়, বাচ্চারাও গানটি না দেখতে পেয়ে হতাশ হয়ে পড়ে সিনেমা হলগুলোতে। ২০১৭ সালে বিষয়টি নিয়ে জেলা স্তরে উপভোক্তা কমিশনে আফরিন অভিযোগ করলে ধীরে ধীরে এ অভিযোগ ছড়িয়ে পড়ে রাজ্য স্তরে। এরপর জাতীয় উপভোক্তা কমিশন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসকে নির্দেশ দেন, আরফিনকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং আনুষঙ্গিক আইনি খরচ বাবদ আরও ৫ হাজার টাকা দেয়ার জন্য। বিষয়টি মেনে নিতে পারেনি ‘ফ্যান’ সিনেমার প্রযোজক সংস্থা। আদালতে মামলা ঠুকে দাবি করেন, ‘জাবরা ফ্যান’ গানটি সিনেমাটির প্রচারণার জন্য তৈরি করা হয়েছিল মাত্র। এ গান সিনেমাতেও আছে সেটা কোথাও দাবি করেননি তারা। সোমবার সুপ্রীম কোর্টে এ মামলার রায় প্রকাশ করা হয়। এ মামলায় বিচারপতি পিএস নরসিংহ ও অরবিন্দ কুমারের বেঞ্চ জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের রায়কে খারিজ করে দেন। প্রসঙ্গত, ‘ফ্যান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে। যার একজন সুপারস্টার ও আর অন্যজন তার ভক্ত। একই রকম দেখতে এ দুই চরিত্রকে নাকাশ আজিজের গাওয়া ‘জাবরা ফ্যান’ গানে সুন্দরভাবে তুলে ধরা হয়। তাই সিনেমার চেয়ে ‘জাবরা ফ্যান’ গানটিই দর্শকমহলে হয়ে ওঠে বেশি জনপ্রিয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com